নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনের আশায়

টি ইউ রিয়াদ

শূন্যতা আজ পূর্ণ হলো.............

টি ইউ রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রধর্ম

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

তবে কি তোমরা কিতাবের কিছু অংশ মান, কিছু অংশ অমান্য করো?
জেনে রেখো! তোমাদের মধ্যে যারা এরূপ আচরণ করবে, তাদের শাস্তি এছাড়া আর কি হতে পারে যে, তারা পার্থিব জীবনে অপমানিত এবং লাঞ্চিত হবে আর পরকালে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। (2:85)

তোমরা পূর্ণরূপেই ইসলামের মধ্যে প্রবেশ করো। (2:208)

এসব লোক কি আল্লাহর বিধান পরিত্যাগ করে অন্য কিছু গ্রহণ করতে চায়? অথচ আকাশ এবং পৃথিবীর সবকিছুই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাঁর নির্দেশের অধীন হয়ে আছে। আর মূলত : আল্লাহর কাছেই সকলকে যেতে হবে। (3:83)

আল্লাহর বিধান ছাড়া যে ব্যক্তি অন্য কোন বিধান অবলম্বন করতে চায়, তার সে বিধান একেবারেই কবূল করা হবে না। (3:85)

ইসলাম হলো তিনটি বিষয়ের সংমিশ্রণের নাম।
১. অন্তরে বিশ্বাস ।
২. মুখে স্বীকার ।
৩. কাজে বাস্তবায়ন।
এখন যারা বলেন সংবিধানে ইসলাম থাকার দরকার কি? তারা তো মুনাফেকের কাতারে পড়বে। কেননা স্বীকৃতি অবশ্যই দিতে হবে।
বিস্তারিত ব্যাখ্যা তো আয়াতসমূহেই দেয়া আছে। তারপরও যদি কেউ না বোঝে তাহলে কোরআনের ভাষায়ই বলতে হয় তাদের বিবেক থাকা সত্ত্বেও বোঝেনা, চক্ষু থাকা সত্ত্বেও দেখে না, কান থাকা সত্ত্বেও শোনেনা ওরা হলো পশুর ন্যায়, নাহ বরং পশুর চেয়েও নিকৃষ্ট।

আল্লাহ সকলকে বোঝার তাওফিক দিন আমীন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২২

মোঃ আলামিন বলেছেন: কিচ্ছু করার নাই

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

টি ইউ রিয়াদ বলেছেন: প্রতিবাদ করার আাছে

২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৯

মোঃ আলামিন বলেছেন: আপনি আমি প্রতিবাদ করলেই কি কাজ হবে ? হবে না । কারণ এটা স্বয়ং আল্লাহ ছারা কেউ পারবে না ।

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

টি ইউ রিয়াদ বলেছেন: পারা না পারা সেটা আল্লাহর উপর নির্ভর কিন্তু আমার আপনার দায়িত্ব হলো সামর্থ অনুযায়ী প্রতিবাদ করা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.