![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর বিষাদে যন্ত্রনারা
খেলা করে এই মনে,
বল্ না এখন কই ছুটে যাই
পালিয়ে বেড়াই কোন বনে?
তুই তো ছিলি এই মনে তে
নিত্য আর অবিরত,
তোকে ছাড়া শুন্য হৃদয়
হচ্ছে যে সদা ক্ষত।
আসবি ফিরে এই বুকেতে
আছি যে তোর অপেক্ষায়,
তুই তো থাকিস ভালোই সদা
ফেলে আমায় পরীক্ষায়।
©somewhere in net ltd.