![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়?......
মন ও মগজে কোন ধুলোর আস্তরণ নেই,
তোমাকে মনে রাখি স্পষ্টত। পরিচ্ছন্ন। এককভাবে।
আমি আমার ভেতরে বাইরে সমান পরিচ্ছন্ন রাখি-
বদলাতে পারিনা বলে।
তুমি বদলাও বলে পুরনো ভালোবাসায় ধুলোর আস্তরণ জমে।
তবু তুমি-ই পরিচ্ছন্ন, নিখাদ ভালোবাসার মানুষ ছাড়া আর কিছুই নও।
তোমার ঘৃনার বিপরীতে তোমাকেই ভালোবাসি।
©somewhere in net ltd.