নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন প্রশ্নউত্তর

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩

১. প্রশ্নঃ জীবন কি?
উত্তরঃ জীবন হল কিছু “কেন” এর উত্তরের সমষ্টি।
২. প্রশ্নঃ বেঁচে থাকা কি?
উত্তরঃ কিছু অলীক সম্ভবনার পিছু ছুতে বেড়ানো।
৩. প্রশ্নঃ ভালো থাকা কি?
উত্তরঃ কিছু স্বপ্ন আর কিছু বাস্তবতার সেতুবন্ধন।
৪. প্রশ্নঃ মানব জীবনের উদ্দেশ্য কি?
উত্তরঃ দেখতে দেখতেই অর্ধেক জীবন পার করা, পরে তারাহুরা করে কিছুই করতে না পারা।
৫. প্রশ্নঃ মৃত্যু কি?
উত্তরঃ চরম বাস্তব।
৬. প্রশ্নঃ জন্ম কি?
উত্তরঃ পৃথিবীতে খামোখা যুদ্ধ করার লাইসেন্স।
৭. প্রশ্নঃ জ্ঞান কি?
উত্তরঃ আঁতলামো করে জমানো কিছু বায়বীয় বস্তু।
৮. প্রশ্নঃ ধর্ম কি?
৯. উত্তরঃ ধারন করা আর না করার আজীবন অন্তঃদ্বন্দ্ব।
১০. প্রশ্নঃ পৃথিবী কি?
উত্তরঃ বোবা নির্যাতিত প্রাণী বিশেষ।
১১. প্রশ্নঃ প্রেম কি?
উত্তরঃ জীবনভর আক্ষেপ করার উপলক্ষ বিশেষ।
১২. প্রশ্নঃ বিয়ে কি?
উত্তরঃ জানিনা।

বিশেষ দ্রষ্টব্যঃ এই কথা গুলো নিছক আমার মনের কল্পনা। কারও খারাপ লাগলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.