![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুহাসিনী,
ছাদে বসে আছি, এই ছাদে বসে তোমার সাথে তোমার হাতের চা খাওয়ার শখ হয়েছিল মাঝখানে। বৃষ্টি দেখছিলাম, যদিও কংক্রিটের ঢাকা শহরে বৃষ্টি দেখার মধ্যে কোন মুগ্ধতা নেই। ঠিক এরকম ঝুম বৃষ্টিতে তোমাকে নিয়ে কোন মেঠো পথে তোমার হাত ধরে একদিন হেঁটে যাবো ভাবছিলাম, বিশ্বাস হচ্ছেনা ? সত্যিই আশা করেছিলাম, এই তোমাকে ছুঁয়ে বলছি।
তোমার ভেতর জমানো কালো মেঘের মত অভিমান গুলো আজ বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরেছে।চিঠি নয়, যেন তোমার অভিমান ভরা এক সমুদ্র জল হাতে নিয়ে বসে আছি,যা বহন করার সাধ্য আমার নেই। মাঝে মাঝে তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়ঃ
"তোমার ওই চোখ দুটোতে কতটা জল ধরে? আর কতটা জল ঝরলে তুমি ক্লান্ত হবে?"
ইতি
সুহাস
১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৮
তাই-ফি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর চিঠি।