নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত নাকি মিডলক্লাস !?

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মিডলক্লাস ফ্যামিলীর ছেলেমেয়েগুলো খুব ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে সেটা হলো "কম্প্রোমাইজ"। তাঁদের বাথরুমে শেষ হয়ে যাওয়া একটি শ্যাম্পুর বোতল সবার অলক্ষ্যে দিনের পর দিন পড়ে থাকে। সেই বোতলে সুযোগমতো কেউ না কেউ পানি ঢুকিয়ে রাখে।
টুথপেষ্ট শেষ হয়ে গেলে সেই টিউবের গলা কেটে টিপে টিপে পেষ্ট বের করাটাও নিত্যনৈমত্তিক ব্যাপার।

বড় ভাই এর শখের জ্যাকেট অথবা বড়বোনের পছন্দের কামিজ, এখানে বাতিল বলে ফেলে দেওয়া হয় না। ছোটরা নিশ্চিন্ত মনে সেগুলো বছরের পর বছর পড়ে যেতে পারে। হরলিক্স বা মালটোভার বোতলে আচার শোভা পায়। আগের কেনা পুরোনো বিস্কুটের টিনে মুড়ি।
এঁদের বাসার শো-কেসে শুধুমাত্র শো-পিস ছাড়াও ডিনার সেট এবং নতুন থালা-বাসন-গ্লাস ও ঢুকিয়ে রাখা হয়। যেগুলো শুধুমাত্র মেহমানদের জন্যে বরাদ্ধ। এখানে মা সন্তানের গৃহশিক্ষক একদিন পড়াতে না এলে চিন্তায় অধীর হন। এই ছেলেমেয়েগুলো জন্মদিনে খুব পাংশুমুখে ঘুরে বেড়ায়। সারাদিন বাসায় কাটায়। রেস্টুরেন্টে বসে কেক কেটে বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে একসাথে খাওয়াটা অনেকটা ড্রীম কাম ট্রু'র মতো। ঈদের বাজারে কোন পাঞ্জাবী বা জামা খুব বেশি পছন্দ হলেও বাবা'র অসহায় মুখ দেখে হাসিমুখে বলতে পারে, "এটার রঙটা তেমন সুন্দর না..অন্যটা দেখি...??"

এঁরা হাফ কেজি আইসক্রীম সব ভাই-বোন'রা মিলে খেতে জানে। পুরোনো কোন প্যান্টের পকেটে হাত দিয়ে হঠাৎ একশ টাকার কোন নোট পাওয়া গেলে বন্ধুদের সাথে সেই গল্প করতে করতে এরা সারাদিন আনন্দ নিয়ে কাটিয়ে দিতে পারে। বাসা থেকে বাইরে যাবার সময় লুকিয়ে লুকিয়ে বাবা'র বডি-স্প্রে'টা একটু লাগিয়ে নিতে ভুল করে না ছোট ছেলেটি!

প্রেমিকা'র বিয়ে ঠিক হয়ে গেলে ছেলেগুলো প্রেমিকার কাঁধে হাত রেখে বলতে পারে না, "তুমি শুধু আমার হবে।" এঁরা নিচু স্বরে বলে," আচ্ছা.. আমি ব্যাপারটা দেখবো।"
মেয়েরা কারো ভালোবাসায় দিন-রাত অন্তরে কষ্ট পুষে রাখলেও সেই ভালবাসার প্রকাশ ‪#‎বালিশের‬‬‬‬ ‪#‎কভারে‬‬‬‬ ‪#‎চোখেরজল‬‬‬‬ পর্যন্ত'ই সীমাবদ্ধ। বাবা-মা'র কান পর্যন্ত সেই ভালোবাসা'র কথা পৌঁছায় না।

মিডলক্লাস মানুষ'রা আছে বলেই শহরের সমস্ত রিকশাগুলো প্রায়'ই একই ছাতার নিচে দেখা যায় মা-ছেলে বা বাবা-মেয়ে কে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.