নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশের সোনার ভেড়া !!

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৮

১। আমার এক বন্ধু অনেক কাহিনী করে সোনালী ব্যাংক এর পরীক্ষা দিলো। এম সি কিউ তে টিকলো। লিখিত তেও আশা করা যেত যদিনা হাজারটা হতাশার ঘটনা সে না দেখত! সে নাকি পরীক্ষার হলে দেখল কিছু লোক লিখছে আর লিখছে। পরে জানতে পারল তারা নাকি প্রশ্ন আগেই পেয়েছে। এক বোরখা পরা মেয়ে নাকি নিজের হাতের সাথে স্মার্ট ফোন নিয়ে পরীক্ষা দিলো। মজার কথা হল, সেও নাকি প্রশ্ন পেয়েছে!!! নিজে হিসেব করে দেখলাম যে মোটামুটি ৭৭-৮২ নম্বর সে পাবে। কিন্তু তাতে কি !!! তারা তো ১০০ করে পাবে।

২। আমার খালাতো বোন ঢাকা বিশ্ববিদ্যালয় এ পরীক্ষা দিলো। এখানেও দেখলাম ডিজিটাল নকল। কানের ফাঁকে ছোট্ট এয়ার পিস আর পকেটে একটা কার্ড এর মতন যন্ত্র। সমস্ত উত্তর পাঠানো হয়। ব্যস, যারা পরিশ্রম করেছে, তাদের ভালো বিষয় পাওয়া হয়েই গেল !!! বোন টি আমার ৮৫ পাবে। অনেক খেটে পড়েছে। কিন্তু লাভ কি !!!

৩। চাকুরী করি একটা বিদেশী মিডিয়া চ্যানেল এ। এই সুত্রে সরকারি ডিজিটাল বাংলাদেশ এর বিভিন্ন টেন্ডার দেখি আর ফেলি। কিন্তু আমাদের সমস্ত যোগ্যতা থাকার পরেও, আমরা কোনও কাজ পাইনা !!! কাজ পেলো রাম শাম জদু মধু কোম্পানি। নিছক হয়রানী আর কিছুই নয়।

৪। সোনার বাংলাদেশ উন্নতির জোয়ারে ভাসে, ডোবে কতকিছুই হয়। কত স্বপ্ন দেখেছিলাম দেশের ভবিষ্যৎ নিয়ে কিন্তু কি দেখলাম ?? আমরা বাংলাদেশের জনগন, এই অবস্থার জন্য একটু হলেও দায়ী। আমি আমার যায়গায়, আপনি আপনার যায়গায় কিছু না কিছু কুকর্ম করেই থাকি। তাই বলে কি আমাদের এই সোনার বাঙলা কে কি শ্মশান বানানো যায়! ভেবে দেখুন তো একবার! আমরা কি ডিজিটাল সোনার বাংলাদেশের ভেড়া হচ্ছি কিনা!!!





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.