নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

এইম ইন লাইফ ??

২৫ শে মে, ২০১৮ সকাল ৭:০০

আমাদের সময় এই প্রশ্নটা ছিল সবচেয়ে কমন “বড় হয়ে কি হবি ?” এই প্রশ্নটি বোধয় এখন আর কেউ করে না।

হাফ প্যান্ট পরে দাওয়াতে গিয়েছি, এক নানা এসে গাল টিপে দিয়ে বলে, “বড় হয়ে কি হবি ?” আমি মনে মনে বললাম, “আপনার মতো অন্তত বাচ্চাদের জ্বালাবো না, গাল ছাড়েন এইবার” একটু বড় হলাম, ফুল প্যান্ট পরে দাওয়াতে গিয়েছি, সেই নানাই হেলতে দুলতে এসে গাল টিপে দিয়ে বলে, “বড় হয়ে কি হবি ?” উনার জানাযার সময়ও আমি ভয়ে ছিলাম, কখন কাফনের ভিতর থেকে হাত বের করে গাল টিপে দিয়ে বলা শুরু করে “বড় হয়ে কি হবি ?” না সিরিয়াসলি এরকম আতঙ্কের মাঝেই থাকতাম আমি/আমরা।

“বাবা একটা হোন্ডা কিনলে কেমন হয়”!? এই কথাটা বলতে আমার অনেক বন্ধু-বান্ধবের ৩০ বছর লেগেছে”। বাবা তার খায়েস শুনে এমন জোরে একটা ফ্লায়িং কিক দিয়েছিলেন, আমার বন্ধু ডাইরেক্ট উড়ে যেয়ে পড়ার টেবিলে জায়গা মতো।

এক রাতে আমার দাদী আমাকে বলে, ‘তোর বাপ খুব রাগ করেছে, তুই নাকি বড় হয়ে দারোয়ান হবি বলেছিস’ আমি বললাম “সরি” !! আর একটু বড় হওয়ার পর, একদিন দাদী আমাকে বলে, ‘তোর বাপ খুব রাগ করেছে তুই নাকি বড় হয়ে দলিল-লেখক হবি বলেছিস’ আমি বললাম “সরি”।

সরি, সরি করতে করতে এখন বয়স ৩০ এর ঘরে, আমি নিজেও জানি না আমি কি? মাঝে মাঝে খুব ইচ্ছে করে সেই নানার কবরের পাশে যেয়ে জিজ্ঞেস করি “বলেন তো আমি ফাইনালি কি হইসি?” এই জেনারেশান অনেক লাকি এটার কারণ বোধয় জেনারেশান-গ্যাপ নামের শব্দটা আজকে নেই বললেই চলে।

আমি বড় হয়ে, আমি হতে চেয়েছিলাম। কতটা পেরেছি জানি না, কিন্তু আমি বুঝতে চাই, দেখতে চাই। “সে বড় হয়ে যেন সেই হয়” অন্য কিছু না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.