![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা এক জিনিস আর প্রেম আরেক জিনিস। ভালবাসার সাথে দেহের কোন সম্পর্ক নাই কিন্তু প্রেমের সাথে দেহের সম্পর্ক ঘোরতর ভাবে রয়েছে। মন এবং দেহ দুদিক থেকেই চাইলে তা হয় প্রেম। আর ভালবাসা হল ভাল কামনা করা। তার সাথে কোন দাবির সম্পর্ক নেই। কিন্তু প্রেমে দাবি আছে, চাওয়া পাওয়া আছে, আকাঙ্খা আছে ব্যথা বেদনা আছে। দৈহিক আবেদন আছে। নারী ও পুরুষের সহজাত প্রবৃত্তির প্রতিফলন আছে। তার মানে এটা নয় যে, প্রেম দুষিত প্রেম কলঙ্কিত। এটা মানুষের একটি মানবীয় আচরন ও বৈশিষ্ট্য। প্রেম যদি দুষিত হত তাহলে একজনের বিচ্ছেদে আরেকজন গলায় দড়ি দিয়ে মরতনা না। যৌনতা কোন অপরাধ নয় যৌনতা কোন অভিশাপ নয়। যৌনতা মানুষের একটি মৌলিক চাহিদা যা লজ্জার কারনে মাধ্যমিক শ্রেণীর সামাজবিজ্ঞানের বইয়ে উল্লেখ করা হয়নি।
পিতার ও পুত্রের মধ্যে যা থাকে তা হল ভালবাসা কিন্তু প্রেম নয়। আর স্বামী ও স্ত্রীর মধ্যে যা থাকে তাই হল প্রেম। ভালবাসার উপর দৈহিক আবেদন ও আকাঙ্খার উপরিলেপন হলে যা হয় তাই হল প্রেম। তাই সবার কাছে অনুরোধ রইল দয়া করে কেউ ভালবাসার সাথে প্রেমকে গুলিয়ে ফেলবেন না।
১৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৮
তাই-ফি বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: বয়ান ভালো হয়েছে। আবেগ আছে।
লেখার সাথে সামঞ্জস্য আছে এমন একটা ছবি জুড়ে দিবেন।