![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটি মন এক হয়ে যায় খুব সহজেই, হয়তো বা প্রথম দৃষ্টিতেই । যার অপর নাম ভালোবাসা । তখন নিজেকে খুব হালকা মনে হয়-আবার ভারিও। একটু দেখা আড় চোখে, আর একটু মুচকি হাসি। যে হাসিতে লাজুকতার ছোয়া। চরম অবস্থা! কি যে সুখ এই মনে, তখনই কষ্টের উপলক্ষ হয়ে দাড়ায় না বলা কথাটা (প্রপোয) !
এভাবে চলতে থাকে চোখাচোখি! সুখ আর দুঃখ নিয়ে চলে অন্যরকম মজার খেলা। রাতে বালিশের নিচে মাথা রেখে ভাবনার নদীতে হারিয়ে যাওয়া, রোমাঞ্চিত হয়ে লুকানো মুখে আসে তখন সুখের হাসি আবার কি ভেবে যে আবার মলিন হয়ে যায় মুখটা। এরই মাঝে সুখ...!
মেয়েটি থাকে প্রিয়জনের ছোট্ট একটি কথার অপেক্ষায়, আর ছেলেটি ভেবে মরে কিভাবে বলব তারে....! কবে যে বলব তারে খোদাই ভাল জানেন ।
আশরাফুল মাহমুদ
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: দীর্ঘজীবি হোক ভালোবাসা।