নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

এই কি আমাদের মাতৃভুমি !?

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১২

রাস্তা ছাড়া সান্ত্বনা নেই কোথাও ! তাইতো রাস্তায় নেমেছে রাজিব আর মীমের সহপাঠীরা। কেউ কাঁদছে, কেউ রেগে আছে? তথাকথিত মাদক অভিযানের নামে কমিশনার একরামের কান্না শুনে আমাদের আত্মা কেঁপে উঠেছিল। একটু পরেই যে মেয়েটি এতিম হবে, সে বলছিল “বাবা তুমি কান্না করতেছো যে?” তাহলে কি এখন মীমের বাবা জাহাঙ্গীরের কান্না শুনে, সেও কি ওপার থেকে তার বাবাকে বলছে “বাবা তুমি কান্না করতেছো যে !?”

পরিবার গুলো পিতা হারাচ্ছে, সন্তানেরা বাবা হারাচ্ছে, সারল্য মার খাচ্ছে এই দেশে। নাগরিকদের আত্মবিশ্বাস নড়ে যাচ্ছে। সন্তান নিয়ে মা-বাবারা অনেক ভয়ে আছেন। সে ভয় বুকে রাখার কোন জায়গাও তারা পাচ্ছেনা। নুন-ঝাল মাখানো কাটা কলিজাতে সুধু শোক। আর হায়ানার মত হেসে যাচ্ছে নির্দয় ক্ষমতার মালিকেরা। মৃত্যুর এই মেগা সিরিয়াল আর কতদিন চলবে এই দেশে ? এই কি আমাদের মাতৃভুমি !? মাস দুয়েক আগে রাস্তার রাজা হতে গিয়ে আমাদের সম্মানিত এক এমপি সাহেবের আদরের দুলাল গারি চাপা দিয়ে একজণকে রাস্তার সাথে পিষে ফেলেছে তাতে কি হয়েছে ? কিছুই না!

ক্ষমতার মালিকেরা এখন জীবন-মৃত্যুর ম্যানেজার হয়ে বসেছে। তাদের হাতে এখন বশাল এক টালি খাতা। সেখানে ধর্ষণের টালিতে অনেক নাম, হত্যার টালিতে অনেক সংখ্যা আর নির্যাতনের টালির সংখ্যাতো বেশুমার। আমাদের আশার সমাধি এই বাংলাদেশে আজ একমাত্র কবরে শান্তি বিরাজ করছে। উপরে খালি অশান্তি কিন্তু কবরে মহাশান্তি। যারা সেখানে যাচ্ছেন আশা করা যায় শান্তিতেই আছেন।

এই শহরে মানুষ খুব একা । নিম্নবিত্ত, মধ্যবিত্ত বাবা মায়েরা এখানে তাদের ছেলে-মেয়েদের মানুষ করার জন্য তাদের জীবনের সব সুখ, ইচ্ছা বিসর্জন দেন। চরম অনিশ্চয়তার এই পৃথিবীতে সন্তান এনেছেন যারা তারা ভয়ে থাকেন। সন্তান যখন এনেছেন, তাদেরকে একটা মানুশের মত জীবন না দিতে পারার ভয় তাদের ভিতর কাজ করে। এত সাধনার সন্তানদের এইসব পাঁচ টনি বাস-ট্রাক পিষে ফেলবে !? কয়দিন আগেও খাগড়াছড়িতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পরে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছিলো। তারা কি আমাদের সন্তান নয়? তারা কি তার বাবা-মা কে বলছে না যে, "আমাকে তোরা আনলি কেন? ফিরিয়ে নে?" এভাবে নিষ্পাপদের নির্মমভাবে ধ্বংস হয়ে যাওয়ার ফল কি ? আমরা কি অসুস্থ হয়ে যাব, দেশ ছেড়ে পালাবো ? নাকি এরকম নির্বিকার ভাবে মুরগির খোয়ারের বাসিন্দা হয়ে ক্ষুদগুলো খেতে থাকবো?

আশরাফুল মাহমুদ
ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

আহমেদ রেহান বলেছেন: ভালো বলেছেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.