![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাঙালি,
তাই আমি ঘুষ খাঁই।
কালো টাকা বিদেশে পাঠাই।
আমি পাইরেটেড ডিভিডি কিনে ছবি দেখি
কিন্তু এই সমাজে যত সমস্যা তার জন্যে আমি বাদে সবাই দায়ী ।
আমি বাঙালি,
তাই আমার সন্তান যখন বেয়াদব হয়ে যায়, তার জন্যে টিভির সিরিয়ালটি দায়ী। আমার বাচ্চার চরিত্র যদি খারাপ হয়, তার জন্যে পাড়ার লোকেরা দায়ী বাংলাদেশের কোন কারনে যদি বদনাম হয়, তার জন্যে ছোটলোকরাই দায়ী।
একমাত্র আমি হচ্ছি " দুধে ধোয়া তুলশী পাতা"
আমি বাঙালি,
তাইতো আমি ভুলে যাই
বাচ্চারা সবার প্রথমে বাবা-মা'র নকল করা সেখে, এরপর পুরো দুনিয়ার।
©somewhere in net ltd.