![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত এক সময়ের ভেতর দিয়ে জীবন কেটে যাচ্ছে। সে সাথে পৃথিবীটাও মনে হয় দ্রুত বদলে যাচ্ছে। জীবনটাই সবচেয়ে বড় নাটক।যে নাটকে আমাদের সবাইকে একই নাট্যমঞ্চে অভিনয় করতে হয় । এখানে হাঁসতে ইচ্ছে না চাইলেও হাঁসতে হয়, ভাল না থেকেও বলতে হয় ভাল আছি ! এটাই হোল জীবনের সবচেয়ে বড় নাটক। এখানে আগুন জ্বালাতে দেশলাই লাগেনা, এখানে মানুষ একে অন্যকে দেখেই জ্বলে পুর মরে যায়। এই জীবন যুদ্ধে এখন নিজেকে ক্লান্ত মনে হয়। যখন আপনজন থেকে দূরে গেলাম তখনি সত্য গুলো সামনে এলো। জানতে পারলাম মোটেও ভাল ছিলনা তারা, কিন্তু জীবনের মানে তাদেরকে ঘিরেই ছিল। ভরা পকেট দিয়ে পুরো পৃথিবীকে চিনলাম আর খালি পকেটে আপনজনদের চিনলাম। যখন টাকা উপার্জন করা শিখলাম তখন বুঝতে পারলাম নিজের সখ শুধুমাত্র বাবার কষ্টের টাকা দিয়েই পুরন করা সম্ভব, এখন তো নিজের উপার্জনের টাকা দিয়ে নিজেরি ঠিক মত চলেনা। ঘুম আর মৃত্যুর ভেতর পার্থক্য কি জানেন? ঘুম হল অর্ধেক মৃত্যু আর মৃত্যু হল গভীর নিদ্রা জাপন। জীবন তার কথা মতই চলে। সকাল হয়, সন্ধ্যা হয়, জীবন এইভাবেই কেটে যায়। এখানে কেউ কেদে মন হাল্কা করে কেউবা আবার হেসে তার দুঃখ লুকিয়ে রাখে। কি ক্ষমতা, যেখানে জিবন্ত মানুষ জ্বলে দুবে জায় আর মৃত মানুষ ভেসে উঠে, যদি পারতাম তাহলে আজকেই জীবনের সব দেনা পাওনা চুকিয়ে অবসরে চলে জেতাম।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩১
আহমেদ রেহান বলেছেন: চালিয়ে যান।