নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

সিনেমা নাকি ছিঃনেমা !?

২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৩

পুরনো দিনের একটা মুভি দেখছিলাম। তখন ব্যাপারটা মাথায় এলো। আচ্ছা আগেকার সব ছবিতেও তো ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতো খুব স্বাভাবিক ভবেই এবং তারা যে একে অপরের প্রেমে ডুবে আছ তাও বুঝতে অসুবিধে হতো না। হাত ধরে আছে নায়ক নায়িকা অথবা খুব বেশি হলে একজনের কোলে আরেকজন মাথা দিয়ে শুয়ে আছে ব্যাস এই যথেষ্ট ছিল। গানও থাকতো কিন্তু তাতে কোন রকম খ্যামটা নাচের প্রয়োজনও ছিল না । কিন্তু আজকালকার গুলোতে, শরীরের ৮৭% চামড়া না দেখালে হয়না ? সেগুলোতে গুনে গুনে খুব হিসেবী কিছু বেড সিন থাকতে হবে, তাতে দুই একটু মোচড়া মুচড়িও নায়ক নায়িকাকে করতে হবে। দুই একটা অর্থহীন গানের সিনে বাদরের মতো অবাস্তব সব কসরতও করতে দেখা যায় তাদের। এমন না যে পাবলিক চায় বা না দিলে দেখবে না। কারণ এ ছাড়াও কিন্তু অনেক হচ্ছে। এমনকি প্রান্তিক মানুষের কাছেও তা ব্যাপক সাড়া পেয়েছে। এখনকার অনেকেই ভালো কাজ করছে। অর্থবহ একটা কাহিনী সবার সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছে ।তাহলে এসব অশ্লীলতার দরকার কি? আর বাস্তব জীবনের সাথে এসবের কোন মিলও তো খুঁজে পাওয়া যায়না। এরা কবে বুঝবে, নিজস্ব সংস্কৃতির ধারা থেকে সরে এসে তারা কখনোই কোন রকম সফলতা অর্জন করতে পারবে না। বাংলা চলচ্চিত্র সম্পূর্ণ আলদা ধাচের ছিল, আলদা ধরণের ছিল। সে থেকে সরে এসে বলিউডি থিউরিতে চলচ্চিত্র করতে গিয়ে আজ এই অবস্থা।
নিজের স্বকীয়তা ত্যাগ করে কে কবে সফল হতে পেরেছে।

আশরাফুল মাহমুদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.