নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

ঢাকা !!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৯

রাজধানীর শহর ঢাকা। আমার ঢাকা, আমাদের ঢাকা। ইট, বালু, সিমেন্টের এক জঙ্গল। যেখানে পশু আর মানুষের সহবাস। এখানে সকাল থেকে রাত পর্যন্ত সবাই গুরছে টাকা আর ক্ষমতার নেশায়। সমাজনীতি, রাজনীতি, উন্নয়নের গালগপ্পো সবই হোলো ভাওতাবাজি। সবাই সবার আখের গোছাতে ব্যস্ত। এখানে সব মানুষের একটাই ধান্দা “ টাকা কামাও”। টাকার জন্যে কেউ বুদ্ধি দিয়ে সন্ত্রাশ করছে, কেউ আবার বন্দুকের নল দিয়ে। এই শহরের বেশীরভাগ মানুষগুলো পশুর চেয়ে স্বার্থপর। মুখে মিষ্টি হাঁসি আর অন্তরে অদৃশ্য বল্লম নিয়ে এ শহরে সবাই ঘুরে বেড়াচ্ছে, নিজের স্বার্থে টোকা পরলেই সবাই সে অদৃশ্য বল্লম দিয়ে আঘাত করে অন্যকে। পৃথিবীর আর কোন শহরে এত মুখোশধারী শয়তান একসাথে বসবাস করে না। সবার আসল চেহারা একটি অদৃশ্ মুখোশ দিয়ে ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.