![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ সারাদিন কষ্ট করার পর যখন বাড়ী ফিরে সে কি করে? টিভি অন করে না হয় ফেইসবুক আর নয়তো ইউটিউব। যার কোন ধরনের কাজ নেই, উনিও সময় কাটানোর জন্য এই কাজগুলই করে। এরা সবাই পৃথিবী জুড়ে কোথায় কি হচ্ছে সে খবর, দেশের খবর, নিজের শহরে আসলে কি ঘটছে সে সব জানার চেষ্টা করে। জানা এবং দেখার পরে তারা কি করি? সকালে অফিস গিয়ে স্বহকর্মীর সাথে গল্প করতে করতে আজাইরা কিছু সমাধান দেয়। আ জা ই রা.. মানে আ জা ই রা ... সমাধান। বছরের পর বছর যে ব্যাক্তি কোন কাজ না করে বাসায় বসে টাইম পাস করছে, সে পরামর্শ দেয় প্রধানমন্ত্রী তার কেবিনেট নিয়ে কিভাবে সরকার পরিচালনা করবেন ? কিভাবে দেশ চালাবেন? ভাবা যায় !! জীবনে যে কোনদিন বল ধরে দেখেনি, তিনি পরামর্শ দিচ্ছে, কোন বোলারের কিভাবে বল করা উচিৎ ? রাস্তার পাশের চায়ের দোকানে বসে কাপে চুমুক দিতে দিতে বলে দিচ্ছে , দেশের ফরেন পলিসি কি হবে, আমরা কোন দেশের সাথে সম্পর্ক ভালো রাখব? আমেরিকা না রাশিয়া বেশী শক্তিশালী ! এটারও সমাধানও করে ফেলছে !! দেখে শুনে মনে হবে কিসের বাইডেন, কিসের ওবামা, দেশ চালাতে হয় কিভাবে সেটা শুধুমাত্র তার থেকে শিখতে হবে। আ**দা.. পুরাই আ**দা। এত কিছুর পরেও আমরা নিজের দেশের দোষ দেই, সরকার এবং বিরোধী দলকে একসাথে গালি দেই। ঘুরে ফিরে ঐ একটাই প্যচাল পারতে থাকি এই দেশের কিছছু হবেনা ! পুরাই আজাইরা এক দেশ। এইখানে পড়ে থাকার কোন মানে নাই। আচ্ছা এই অন্যের কাধে বন্দুক রেখে কি পরিস্থিতি বদলানো যায় ? পরিস্থিতি বদলায় নিজের চিন্তায় পরিবর্তনে, নিজেকে বদলে ফেলে। আপনি নিজেকে যখন বদলাবেন দেশও তখনি আপনা আপনি বদলাবে। আমি এইখানে কোন ভাষণ দিতে বা কোন নীতি কথা অথবা আপনাদের ভালো নাগরিক বানাবার ট্রেনিং দিতে এসব বলছিনা। এটা না আমার পেশা, না নেশা। কিন্তু আজকে কিছু কথা আমি সোজা সাপটা সবাইকে বলতে চাই।
আমি আপনাদের কে বলছি, হ্যালো, এই যে আপনি শুনতে পারছেন? আপনাকে, , , আপনাকে .. আপনাদের সবাইকে বলছি, আপনারা কি জানেন না এই দেশটার কি অবস্থা? ৩৫০ জন মানুষ মিলে আমাদের ২০ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনি মিনি খেলছে। সামনে আবার খেলার জন্য তৈরি হচ্ছে, আপনাদের পোশাবে তো? আবার কোন স্বৈরসাশক, দুর্নীতীবাজ সরকার আমাদের মাথার উপর লাঠি চালাবে, পোশাবে তো আপানাদের? আজকে নির্বাচনে মনোনয়ন কিনতে, বড় ভাইদের ম্যানেজ করতে যা খরচ হচ্ছে, সুদে আসলে তা আপনাদের থেকেই উসুল করা হবে। খাবারের দাম বাড়বে, বাচ্চাদের স্কুলের ফি বাড়বে, বিদ্যুৎ দাম বাড়বে, পেট্রোলের দাম বাড়বে। পোষাবে তো আপনাদের? অনেকে এসব সমস্যা সমাধান করতে চান ভালো কথা কিন্তু এভবে সমস্যার কোন সমাধান হবে না। তার জন্যে সময় দিতে হবে। আর সময়ের বড়ই অভাব, কত কাজে যে আমরা ব্যস্ত। অফিস, গার্ল ফ্রেন্ড, ফেইসবুক, মোবাইল, পরচর্চা, বাটপারি, তেলবাজী এতসব কাজের পর টাইম কই। যদি প্রতিদিন আপনি একটি ঘণ্টা দেশকে নিয়ে ভাবেন, এই দেশ বদলে যাবে। পরিবর্তন আপনিও চান কিন্তু সেটা নিজের পরিরবারে না, পাশের বাড়ী থেকে। অন্যকে আইডল বানানোর জন্য হন্য হয়ে তাকে খুজে বেরান। ক্যান আরে নিজে কেন আইডল হই না। বন্ধ করেন এইসব নেতাদের গালাগালি করা। আপনি কি আবার ইউথ নাকি? কেমন ইউথ আপনারা? লজ্জা করে না? এটা আপনাদের সবার লড়াই, আপনারা সবাই চান যে অন্য একজন এসে আপনাদের হয়ে লড়ে যাবে? আমাদের নবী মোহাম্মদ (সাঃ) ও এই পৃথিবীতে এসে নিজের লড়াই নিজে লড়ে গেছেন। আর আপনারা নিজের লড়াই নিজে লরতে চান না? আজ সময় এসেছে নিজের জন্য লড়বেন কিনা সেটা চিন্তা করার? আমি কাল থেকে একলাই পথে নামব। কেউ আমার পাসে থাকুক ার না থাকুক। আমি আমার দেশকে বাঁচানোর চেষ্টা করবো। আপনি থাকবেন নাকি না? যে নিজেকে সাহায্য করেনা, আল্লাহ তালায়ও তাকে সাহায্য করেনা। আপনাদের অপেক্ষায় থাকবো।
©somewhere in net ltd.