![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নটি এমন যে, আমেরিকা বানাতে পারেনা এমন কিছুই নেই! তাহলে কেন তাদের নিজেদের জন্য তৈরি পোশাকগুলো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ গুলো থেকে বানাতে হয়? এর কারন কি?
প্রশ্নটি যেমন সহজ ঠিক তেমন কঠিন। একটু খেয়াল করলেই বোঝা যায় যে, আমরা তৃতীয় বিশ্বের মানুষরা কোন কোন বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেখাই আর উন্নত বিশ্ব সেটাকে ঠিক কিভাবে ব্যাবহার করে!
- আমাদের হাতে ধরিয়ে দেয়া হল সেলাই মেশিন। তৈরি পোষাকে আমরা হলাম টপার , অন্যদিকে উন্নত বিশ্ব হল মিলিটারি টেকনোলজিতে টপার।
- আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে ঢুকিয়ে দেয়া হল ছাত্র রাজনীতি, যে পলিটিক্সে আমরাই টপার আর তাদের বিশ্ববিদ্যালয় গুলো মেধায় টপার।
- আমাদের হল স্যাটেলাইট কালচার, যেখানে আমাদের নিজেদের বলতে কিছুই নেই। আর তাদের কালচার দেখার জন্য সারা দুনিয়া জুড়ে চলে প্রতিযোগিতা।
- আমাদের ধর্মকে ব্যাবহার করে আমাদেরকেই জঙ্গি বানিয়ে দেয়া হল। এখন ধর্মের কথা বললেই লোকে বলে জঙ্গি। সাহায্যের নাম করে শত কোটি ডলার মাথায় চাপিয়ে দেয়া হয় অপরিশোধ যোগ্য ঋণের বোঝা।
- শাকিব খানের ছবি কিন্তু ইউরোপ, আমেরিকাতে চলেনা। চলা তো পরের কথা এই নামটি কেউ কখনোি শুনেই নাই। আর আমরা পুরো জাতী এক সাথে এভেঞ্জারস দেখতে হুমরি খেয়ে পরি।
- আমাদের সৈন্যদের পাঠানো হয় শান্তি রক্ষা মিশনে, আর তাদের ন্যাটোকে পাঠানো হয় দেশ দখল করতে। পার্থক্যটা বুঝতে পেরেছেন ?
- উনাদের ইউনিভার্সিটি গুলো প্রতিবছর থাকে শীর্ষ তালিকায়। আর আমাদের গুলা বিখ্যাত হয় রাস্তায় আন্দোলন করে।
- আমাদের আলোচনার বিষয় থাকে জার্সিতে লাল রং নাই কেন? তারা চিন্তা করে কোন ধরনের গাড়ী বানালে তৃতীয় বিশ্বের কাছে বেশী দামে আর বেশী লাভে বিক্রি করা যাবে।
- আমাদের এইখানে মানবিক বিষয় নিয়ে পড়াশোনা করে কেউ কেউ হয়ে যায় বিজ্ঞান মনস্ক। যারা আবার আমাদের বিজ্ঞানের সবক দেয়। ওদের দেশে কোন আবিষ্কার বা উদ্ভাবন না থাকলে কাউকে কোন সাইন্টিফিক সেমিনারের টিকিটও দেয়া হয়না।
- আমাদের এইখানে চেতনা চাপিয়ে দেয়া হয়। তাদের ঐখানে চেতনার ভুল ত্রুটি খোজা হয়।
- ওদের সেনারা তাদের দেশের দুর্বল জায়গা গুলোতে সারা বছর সেনা মোতায়ন রাখে। আর আমাদের এইখানে পাহাড়ি অঞ্চলে সেনা কেন? এই জন্য আন্দোলন করা হয়, দেয়ালে চিকা মারা হয়।
- ওদের সবচেয়ে ব্যয় বেশী হয় সামরিক খাতে, আর আমরা দুইতা ট্যাংক কিনলেই বিশ্ব ব্যাংকের চাপ সুরু হয়ে যায়। বিশেষ দূত এসে হুবকি ধামকিও দিয়ে যায় কেন আমরা সামরিক খাতে এত বেশী খরছ করি।?
আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাতেই গলদ। সমাজের বুদ্ধিজীবী অংশটার পুরোটাই দালাল। এদেশের এলিট শ্রেনীর লোকেরা সাধারণদের বেঁচে খায়। সে কারনেই আমদের আজ এত দুর্দশা।
আশরাফুল মাহমুদ তাইফ
©somewhere in net ltd.