![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি অনলাইন জরিপ চালান হয়। জরিপটি ছিল এরকম যে,
-ভারত এবং পাকিস্তান যুদ্ধ বাধলে বাংলাদেশীরা কাকে সমর্থন করবে?
জরিপে ভোট পরেছে প্রায় ৬০০০। স্রেফ কৌতূহল থেকে এই জরিপটি চালানো হয়। কিন্তু ফলাফল দেখে অনেকটা আশ্চর্য হয়েছি আমরা। কারন আগস্ট মাসের ৭ তারিখ রাত ১২ টা পর্যন্ত পোলের যে ফলাফল পেয়েছি তার ভেতর-
- ৫১% পাকিস্থান।
- ৬% ভারত।
- ৪১% কেউ না।
এই ৫১% পাকিস্তান সমর্থন কারিদের ভেতর ১০০%ই বাংলাদেশী। ভারতের সমর্থনে ৬% আর নিরপেক্ষ থাকা ৪৩% এর মাঝে বাংলা ভাষাভাষী ভারতীওরা যে আছে এটা নিশ্চিত। কারন জরিপটি আমরা চালিয়েছিলাম বাংলা ভাষায়। আর এই তথ্য প্রযুক্তির যুগে যে কোন জরিপে অংশগ্রহন করার অধিকার সবার থাকে। এখন প্রশ্ন হল কেন এত বিপুল সংখ্যক বাংলাদেশীরা পাকিস্তানকে সমর্থন করে? যেখানে ১৯৭১ সালে পাকিস্তানিরা বাংলাদেশে ৩০ লক্ষ্য মতভেদে ৩ লক্ষ্য মানুষকে হত্যা করেছে। এখন প্রজন্ম থেকে প্রজন্ম বদলেছে। আপনি যদি কোনও বাংলাদেশীকে এই প্রশ্ন করেন যে,
- আপনি কি পাকিস্তানীদের দেখতে পারেন?
তখন উত্তর আসবে “না”
আর আপনি যখন এই প্রশ্ন করেন যে,
- আপনি “ভারত” আর “পাকিসস্তান” কাকে সমর্থন করেন?
তখন উত্তর আসবে “পাকিস্তান” ?
সুতরাং ভারতের নামটা আসলেই শুধুমাত্র তারা পাকিস্তানীদের সাপোর্ট করে। এখন প্রশ্ন হল এমন কেন?
আসুন টপিক বাই টপিক ধরে ব্যপারটা বোঝার চেষ্টা করি।
- ১৯৭১ সালে যুদ্ধ শেষে ২৭০০ কোটি টাকার অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম লুট করেছে ভারতীও সেনা বাহিনি। -(অমৃতবাজার পত্রিকা, ১২ ’ই মে ১৯৭৪)
- ১৯৭৪ সালের সর্ত মতে ভারত বাংলাদেশের পাওনা ৩ বিঘা করিডর হস্তান্তর করেনি। সীমান্তে কি হয় তা আমরা সবাই জানি।
- ১৯৭৫ সালের চুক্তির পর থেকে আজ অবধি বাংলাদেশকে পানির ন্যায্য হিসাব ভারত দেয়নি। পদ্মা শুকিয়ে আজ বাথরুমের পানির ট্যাঙ্কির মতো অবস্থা। বছরে আমাদের হাজার কোটি টাকার উৎপাদন বন্ধ।
- ক্ষরা মৌসুমে ভারত বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখে আর ভরা মৌসুমে বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়।
- শুধু সরকারি হিসাব অনুযায়ী শুল্ক জটিলতা সৃষ্টি করে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি তৈরি করেছে ভারত।
- প্রায় ১২ লক্ষ্য ইন্ডিয়ান এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। যা থেকে থেকে ইন্ডিয়া প্রতিবছর ৩০,০০০ কোটি রুপীর রেমিটেন্স অর্জন করে।
- শত প্রতিবাদের পরেও টিপাইমুখ বাঁধ নির্মাণ করে চলেছে ভারত। এরফলে সিলেট অঞ্চলের প্রায় ১৬ টি জেলা প্রায় মরুভূমিতে পরিণত হবে।
- ভারতীও চ্যানেল প্রচারের জন্য ভারতকে আমরা বছরে প্রায় ৩৫০০ কোটি টাকা দেই। আর বাংলাদেশী চ্যানেল ভারতে Not Allowed!
- ভাই গত ৪৮ বছরে সীমান্তে প্রায় ৬১০০০ বাংলাদেশী নিহত হয়েছে।
- সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্য। রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সুন্দরবনকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে।
- আপনার ভালবাসা আর গর্বের ক্রিকেট নিয়েও তাদের ষড়যন্ত্রের শেষ নাই।
- ফেলানির কথা কি আপনাদের মনে পড়ে ?
- অদ্ভুত না ভাই! সাংস্কৃতিক আগ্রাসন, বাংলাদেশের অভ্যান্তরিন রাজনীতিতে নির্লজ্জ হস্তক্ষেপ আর বিভিন্ন সময়ে মাথার উপরে দাদাগিরি সাহ নানা ভাবে বাংলাদেশ আজ ভারত দ্বারা নির্যাতিত।
- এই যে আপনাদের সেনাবাহিনি তা নিয়েও কত ষড়যন্ত্র। পিলখানার ব্যাপারটা স্মরণ করুন!
- যুদ্ধ করল এদেশের লাখ লাখ সাধারন মানুষ। কিন্তু ভারত এখনও বলে ১৯৭১ সালে তারা নাকি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে।
- ভারত গত ৪৮ বছর ধরে স্বাধীনতায় সহযোগিতার নামে আজও বাংলাদেশকে শোষণ করে চলেছে।
- অল্প কিছুদিন আগে বাংলাদেশের কিছু সাংবাদিককে তারা বলেছে “বাংলাদেশী পাসপোর্ট, not allowed কিউ কি আপ বাংলাদেশী হ”। একরকম গলা ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেয় আপনাদের ভাইরা।
- বাংলাদেশ এবং রোহিঙ্গাদের ব্যপার নিয়ে ভারত সরাসরি মিয়ানমারকে সমর্থন দিয়েছে।
- কিছু আজিব বাঙালি আছে যারা ভারত নিয়ে কিছু বললেই রাজাকার নাম দিয়ে পাকিস্তান চলে যেতে বলে। কিভাবে তারা ভুলে যায় যে কথা গুলো নির্জলা সত্য। তারপরেও তারা নিজেরা জেনে বা না জেনে ভারতের দালালি করে বেড়াচ্ছে।
আসলে আমি ব্যক্তিগত ভাবে নিজেও এই তিন দেশের ভেতরে কোনও ধরনের গোলমালের পক্ষে নই। ভারত, পাকিস্তানেও যে সুস্থ মস্তিষ্কের মানুষ আছে তা আমি জানি, আমি দেখেছি। তারা শান্তি প্রিয়, শান্তি চায়। তারা জানে প্রতিবেশীর ঘরে আগুন দিলে সে আগুন নিজের বাড়িতেও লাগে।
©somewhere in net ltd.