নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

এ কোন আলোর পথ????

১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৭


এগিয়ে যাচ্ছে দেশ ! এগিয়ে যাচ্ছ নারীবাদীরা !! জয়ী হচ্ছে চেতনা !!! শুধুমাত্র ঢাকায় প্রতি ঘন্টায় ১টা করে ডিভোর্স হচ্ছে। সমগ্র বাংলাদেশের কথা আর নাই বললাম !!! বেগম রোকেয়া চেতনায় উদ্দীপ্ত ১৫-১৬ বছরের মেয়েরা সহপাঠিনীর বাল্যবিবাহ ঠেকিয়ে দিলেও নিজেদের লক্ষ লক্ষ বাৎসরিক এবরশন ঠেকাতে পারছে না। তবে এতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা ক্লিনিকগুলো ঠিকই পেট ভরাচ্ছে !! ক্লোজআপ চেতনায় এগিয়ে নেয়া ভালবাসা দিবসের স্বপ্নগুলো যখন বিজয় দিবসে ডাস্টবিন ড্রেনে আটকে যায়, নবজাতকের চিৎকার গুলো সামাল দিতে পারছেনা কাছে আসার গল্পের তরুনীরা। মাল্টিন্যাশনাল কোম্পানীর চোখের খোরাক হওয়ার চেতনায় বিভোর তরুনীরা নিজের ঘরে কাপড়ধোয়া রান্নাবান্নার মত বিষয়কে কেন্দ্র করে শুধু ঢাকাতেই ডিভোর্স নিচ্ছে প্রায় ৭০ শতাংশ। সারা বাংলাদেশের অবস্থা আপনারাই ভাবুন !!! একটা জাতির মাথায় যখন ইঞ্জেকশন পুশ করা হয় এয়ারহোস্টেস তথা বিমানের ওয়েটার হওয়ার নাম যোগ্যতা আর নিজ ঘরে রান্না করাটা বুয়াগিরি ! অফিসের বসের ব্লেজার পড়িয়ে দেয়ার নাম পারফরমেন্স, শ্বশুর-শাশুড়ির গামছা এগিয়ে দেয়া পরাধীনতা। কাস্টমারদের গালাগাল খারাপ ব্যবহারকে হাসি মুখে সামাল দেয়ার নাম কোয়ালিটি, ক্লান্ত স্বামীর ধমক মানে আত্মমর্যাদার হনন ! কি আর গিলতে বাকি জাতির ?
"দেখিয়ে দাও অদেখা তোমায়" স্লোগানে কোন পথে নিয়ে যাচ্ছে আমাদের? ওরা তো বলছে অন্ধকার থেকে আলোর দিকে !! আসলে কোন দিকে? ?এ কোন আলোর দিকে যাচ্ছি আমরা?????

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০৬

কবিতা ক্থ্য বলেছেন: আপনার সাহস তো কম না। আপনার অনুভুতি এবং দৃস্টিভংগির প্রতি শ্রদ্ধা।
সাবধানে থাকবেন।
শুভ ব্লগিং।

২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪১

তাই-ফি বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.