![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ২৪ জানুয়ারী ২০০৯ সাল হতে আজকের তারিখ ১৪ই মে ২০২১ পর্যন্ত অবরুদ্ধ প্যালেস্টাইনে ইসরায়েলী বাহিনীর সাথে সহিংসতায় প্রান হারিয়েছেন ৩৭৪২ জন মানুষ। অন্যদিকে মানবাধিকার সংস্থা অধিকার ও এমনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের ক্ষমতা গ্রহনের পর ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা বা তথাকথিত ক্রসফায়ারে (বাংলাদেশের ভূ-খন্ডে) নিহত হয়েছেন ২০৬৩ জন বাংলাদেশী নাগরিক। অধিকারের আরেকটি রিপোর্টে ২০০৯-২০২০ এর জুন পর্যন্ত প্রদত্ত তথ্য অনুযায়ী সরকারী বিভিন্ন সংস্থার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহত হয়েছেন ২৪৭০ জন বাংলাদেশী নাগরিক, একই সময় গুম হয়েছেন প্রায় ১৪০০’র অধিক নাগরিক। ২০০৯-২০২০ পর্যন্ত গুম ও ক্রস ফায়ারের শিকার হয়েছেন মোট ৩৮৭০ জন বাংলাদেশী নাগরিক, যারা নিহত হয়েছেন অনেক ক্ষেত্রেই হয়তো তাদের লাশ’টা পরিবার অন্তত পেয়েছে, কিন্তু যে ১৪০০ মানুষ গুম হয়েছেন গত ১২ বছরে তাদের লাশ তো দূরে থাকুক তারা বর্তমানে কি অবস্থায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না বা কোথায় আছেন সে হদিস পর্যন্ত তাদের পরিবার, স্বজন’রা আজ পর্যন্ত জানতে পারেনি।
আমরা অনেকই আজকে প্যালেস্টাইনে ইসরায়েলী আগ্রাসনে ব্যাপক আহত-নিহত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছি কিন্তু আমার নিজ স্বাধীন দেশে প্রায় ৪০০০ এর মত বাংলাদেশী নাগরিক বিনা বিচারে সরকারী বাহিনীর কাছে প্রান হারালো, কেউ কেউ চির জীবনের জন্যেই অদৃশ্য হয়ে গেলো পুরোপুরি সরকারের পৃষ্ঠপোষকতায়, তাদের ব্যাপারে আমরা কি করলাম? বাংলাদেশে, বাংলাদেশীদের পয়সায় কেনা বুলেটে বাংলাদেশী জনগনের বেতন ভুক্ত সরকারী বাহিনীর অস্ত্রে (সেটাও আমাদের টাকাতেই কেনা)। গত প্রায় ১২ বছরে প্যালেস্টাইনের থেকে বেশী বাংলাদেশী নাগরিক খোদ বাংলাদেশেই নিহত হয়েছে!! সে ব্যাপারে আমরা থোরাই কেয়ার করলাম না কিন্তু ৬০০০ কিলোমিটার দূরে প্যালেস্টাইনে ইসরায়েল মানুষ মেরে ফেললো, এতে আমার, আপনার কলিজা ছিড়ে গেলো। হৃদয় খানখান হয়ে গেলো। অদ্ভুত এক মন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
এমন ক্লাসিক হিপোক্রেসির এমন জ্বলজ্যান্ত উদাহরন পৃথিবীর ইতিহাসে আরেকটা খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না !
সুত্র :
১. https://www.ochaopt.org/data/casualties
২. https://www.bbc.com/bengali/news-53774750
৩. Click This Link.
©somewhere in net ltd.