![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালই লাগে। বাংলাদেশের মানুষও এখন প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি "ভ্যালেন্টাইন্স ডে" উদযাপন করে !! দুর্ভাগ্যবশত, এই দেশের বেশিরভাগ মানুষই আমরা জানিনা যে, ১৯৮৩ সালের এই দিনটিতে আমদের একটি মহিমান্বিত ইতিহাস আছে! যা সময়ের বিবর্তনে, অনেকটা স্বেচ্ছায় কর্পোরেট ব্যবসায়ের পিছনে দাফন হয়ে আছে।
বাংলাদেশের ইতিহাস ১৪ই ফেব্রুয়ারি সম্পর্কে কি বলে?
১৯৮৩ সালের, ১৪ই ফেব্রুয়ারী। এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদে "অপরাজেয় বাংলা" এর সামনে ছাত্ররা মিলিত হতে থাকে। দুপুর ২'টায় শিক্ষা ভবনের দিকে মিছিলটি চলতে শুরু করে। সশস্ত্র পুলিশ সে মিছিলে আগুন ধরিয়ে দেয়!! দিন শেষে ফলাফল কিছু ছাত্রের মৃত্যু। তৎকালীন "ছাত্র সংগ্রাম পরিষদ" দাবি করেন যে, মৃত্যুর সংখ্যাটি ৪৯। জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালি শাহা, মোজাম্মেল এবং আরো কিছু ছাত্র মারা যায়। ১৯৮৩ সালের সেদিনের বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওই দিন কমপক্ষে ১০ জন প্রাণ হারায়। সরকারি সংবাদ অনুযায়ী ১৯৮৩ সনের ১৪ই ফেব্রুয়ারি যৌথবাহিনীর অভিযানের পর প্রায় ১,৩১৩ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে সেনাবাহিনী ও পুলিশ হেফাজতে নেয়া হয়। একই দিনে রমনা থানায় '৪৭' নম্বর হিসাবে মামলাটি তালিকাভুক্ত করা হয়।
৯০ দশকের পর থেকে এদেশে "ভ্যালেন্টাইন্স ডে" উদযাপন শুরু হয়। বহু বছর পর আজকে পরিস্থিতি বদলে গেছে। লোকেরা জাফর ও জায়নালের বলি ভুলে গেছে, যারা তাদের জীবন দিয়ে গণতন্ত্র কেনার চেষ্টা করেছিল। আজ সেই সব যুবকদের সংগ্রামের ইতিহাস, বিপ্লবের মুহূর্তগুলি সম্পর্কে আমারা জানতে আগ্রহী না।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১৬
আহমেদ রেহান বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ।