নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

আমার থাকা না থাকা !!

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

মূলত আমার থাকার কথা নয়, তবুও আছি। কেন আছি? কিসের জন্য আছি? এটা ঠিক নিজেও বুঝে উঠতে পারিনা। মাঝে মাঝে বড্ড ঘৃনা হয় নিজের জন্য, নিজের অনুভূতিগুলোর জন্য, নিজের বোকামীগুলোর জন্য। খুব খুব জঞ্জাল লাগে নিজেকে। আমি বোধহয় না থাকলেই কারো কারো জীবনের পুরো সমস্যাগুলোই মিটে যেতো। কেউ হয়তো বুক ভরে অন্তত স্বস্তির নিঃস্বাসটুকু নিতে পারতো। হাফ ছেড়ে বাচতে পারতো। তারপরও কোন এক সূর্য্যদয়ের সাথে সাথে দিনের আলোর মত মনে হতো জীবনের প্রতি সমস্ত ঘৃনাগুলো নিমিশেই মিশে যাচ্ছে। আলোয় আলোয় আলোকিত হতে যাচ্ছে জীবনের বাকিটুকু চলার পথ।

কিন্তু নাহ্, নিয়মমাফিক আলো অন্ধকারের খেলার সাথে জীবনের কোন হিসাবই মিলেনা। আমার উপর থেকে কারো রেখে যাওয়া অভিযোগগুলোও মুছে যায়না। যেখানে সমস্ত দ্বায়ভার আমার উপরেই চাপানো, সেখানে আমার অভিযোগ করা বড্ড বেমানান। তাই মাথা পেতে নিয়েছি সমস্ত অভিযোগ, অপমান আর লাঞ্চনা। সুযোগ হয়নি কখনো নিজেকে প্রমান করার, সুযোগ হয়নি নিজেকে নির্দোষ প্রমান করার।দোষ না করেও বহুদিন, বহুবার দোষী হয়েছি। সাদরে তা গ্রহনও করেছি। তাতে কেউ কেউ তৃপ্ত থাকেনি। তাতেও কারো কারো তৃঞ্চার্ত হৃদয়টা ভরে ওঠেনি। আমাকে নিঃচিহ্ন করাটাই যেন ছিল তাদের সর্বশেষ একটি মহা চাওয়া।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪২

আহমেদ রেহান বলেছেন: ভালো লেগেছে। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.