নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবি, তোমার কাব্যগ্রন্থের বিজ্ঞাপন দিয়ে যাও; বিফলে মূল্য ফেরত (!)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮


(ছবিতাঃ জীবনানন্দের কবিতাকে কপি করে প্রকাশ করা একজন সুপরিচিত কবির কবিতা।)


প্রিয় কবি,
আমি তোমাকেই বলছি,
তুমি কি আমার—প্রিয়তমাকে নিয়ে একটা কবিতা লিখে দিবে?
যেখানে তার তিলের পরিচয়টি—চন্দ্রের ন্যায় ঝকঝক করবে,
তার স্বর্ণাভ দেহের কাছে পৃথিবীর সকল স্বর্ণালঙ্কার
লজ্জায় নিজেদেরই মাথা খাবে
আর তার হাসির ওয়ারস্যাপে—জান্নাতি সকল হুরেরা
সেজদায় অবনত হয়ে থাকবে।


প্রিয় কবি,
আমি শহরের প্রধান ফটকের চুরায় দাঁড়িয়ে
শপথবাক্য পাঠ করছি,
আমি তোমার——কাব্য গ্রন্থের একটি পরিপূর্ণ রিভিউ লিখে দিব!
মোটেও সেখানে আমি
তোমার নিম্ন মানসিকতার পরিচয় তুলে ধরবো না
আমি তোমার কবিতার—চুরিচামারি প্রকাশ করবো না,
শুধু একটা কবিতা লিখে দাও আমায়
আমি তোমার কাব্যগ্রন্থের স্বপক্ষে
পুরো রাজধানীবাসীকে—রাজপথে দাঁড়-করাবো।

প্রিয় কবি,
যদি জীবনানন্দকে তোমার কবিতায় পাওয়া যায়
যদি রুদ্র—সুনীল—নজরুল—ফররুখে
তোমার কবিতা জীবন ফিরে পায়
বল দেখি, এখানে—
আমার পবিত্রীর দেনমোহরের টাকা নষ্ট করে কী লাভ?


২১-০১-০০১৯

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

কেএসরথি বলেছেন: কে এই ট্যালেন্টেড কবি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

উনি একজন জাতীয়মাত্রার কবি তার ভক্ত ও আশেকান প্রচুর। উনি বইমেলায় চা'য়ের দাওয়াত দিয়েছেন সবাইকে। আপনিও পারেন ;) :P

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

নীল আকাশ বলেছেন: এই মহা মহা কবিকে তো দেখি এইবারের একুশে পদক সাহিতয়ে দেয়া দরকার! বড্ড মিস হয়ে গেল!
তো এই মহা মহা কবির সুবিখ্যাত কাব্যগ্রন্থেন নাম জানতে এই অবালা জাতি বড়ই আগ্রহ প্রকাশ করছে............
আপনি যদি আমাদের এই মহা মহা কবির নাম আর বইটা নাম বলে সবাইকে কৃতগ্গতার নাগপাশে বেঁধে ফেলতেন তাহলে বড়ই উপকার হতো!
বইটা দেখতে বড় মন চায়! দেখি, উনি আর কার কার মাথায় কাঠাল ভেঙগে খেয়েছেন..............।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


দেখুন জ্যাটা, যদি উনি মামলা করে, তবে এর দায়বদ্ধতা আপনার; আমার নো ;)



কমলালেবু জীবনানন্দ দাশের। আর পাশেরটার নাম 'একটি আত্মহত্যা স্থগিত করে এসেছিঃ। কবির নাম কমু না ;) ভয় হয়।

বইমেলায় কবির সাথে কবিতাও পাবেন ;) মাগার হেতের.... না।

যাই হোক! আপনার মন্তব্যে সাহস পেলুম।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

আমি মুক্তা বলেছেন: একেই বলে প্রতিভা, হাঃ হাঃ হাঃ। শা..... কে ধরে জু.... পে...... করা উচিত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হা

আপনার সাহস দেখে আপনারনাকে মুক্তা বলে মনে হচ্ছে না! মনে হচ্ছে তলওয়ার ;)

ধন্যবাদ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

ঢাবিয়ান বলেছেন: এই হচ্ছে আমাদের কবি সাহিত্যিকদের অবস্থা!! এইভাবে আমাদের বাংলা সাহিত্যের ঐতিহ্যকে ধংশ করার মহোৎসব শুরু হয়েছে আর বাংলা একাডেমী নিশ্চুপ ভুমিকায় বসে আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
 এই হচ্ছে আমাদের কবি সাহিত্যিকদের অবস্থা!! এইভাবে আমাদের বাংলা সাহিত্যের ঐতিহ্যকে ধংশ করার মহোৎসব শুরু হয়েছে আর বাংলা একাডেমী নিশ্চুপ ভুমিকায় বসে আছে।

সত্যি কথাটাই বলেছেন।
যদি এভাবে চলতে থাকে তাহলে কিছুদিন পর মানুষ বাংলা একাডেমির নাম শুনলে অট্টহাসি হাসবে।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০

কুঁড়ের_বাদশা বলেছেন: লাভ ইঊ চোর কবি,,,,,,,, কতদিন চোরের দেখা পাইনা :( :( :( :( !!!!!!!!!!!!!! :) :P





ওস্তাদ,
তারাতারি কবিতা চোরের নাম ও ঠিকানা দেন
কবিতা চোরকে একটু ওয়াশ করি!!!!!!!!!!!!!! X(( =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

বইমেলায় উনি চায়ের নিমন্ত্রণ করেছেন। আমি যাব ভাবতাছি। আপনিও আসতে পারেন।
একসাথে কবির চুরিচামারির ইতিহাস জানবো।

আপাত ওয়াশ করতে না নামাই ভাল, এতে চা'টা খাওয়া যাবে। ;) :P

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



তাজুল ভাই; দোষটা শুধু হেতের নয়। অনেক বড় নামওয়ালা লেখক আছেন যাদের অটোগ্রাফ নিতে পাবলিকের দম আটকে মরার দশা হয়, তিনারাও রাতের আনদারে কপি মারেন। এ জাতির বহুত গেয়ান আছে কপি মারায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


"অনেক বড় নামওয়ালা লেখক আছেন যাদের অটোগ্রাফ নিতে পাবলিকের দম আটকে মরার দশা হয়, তিনারাও রাতের আনদারে কপি মারেন। এ জাতির বহুত গেয়ান আছে কপি মারায়।"


কাওসার ভাই, নীল আকাশ ভাইয়ের মন্তব্য দেখুন ;)
হাসনে না।

আমি হাসি হা হা হা হা হা হা হা =p~

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: সবার চোখ এড়িয়া যাওয়া যায় কিন্তু ব্লগারদের চখে কিচ্ছু এড়ায় না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
;)

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

নীল আকাশ বলেছেন: চোরটা রে তো বাইর করছি মনে হয়, এখন আপনি বললেই কনর্ফাম

এর পরেরবার বই মেলায় গেলে বাসার ২ পোলার আর আফনের ভাবীর সব ছেড়া ফাড়া জুতা গুলি সাথে নিয়া যামু! X( X( X(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

পরেরবার বই মেলায় গেলে বাসার ২ পোলার আর আফনের ভাবীর সব ছেড়া ফাড়া জুতা গুলি সাথে নিয়া যামু!

আসেন ভাই নিয়েই আসেন! আপনার টার্গেট কখনো মিস হবার নয় (!

আমরা বরং উনাকে চায়ের নিমন্ত্রণ দেই (কী বলেন?)

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

নীল আকাশ বলেছেন:

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধরেই তো ফেলেছেন ;) এখন মেইল করুন, একসাথে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করি ;)
[email protected]

:) :) :) :)



আপনি পারেন না, ইহজগতে এমন কোন কাজ আছে বলে মনে হয় না; ভাবির বিষয় আমি জানি না ;)

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: মানুষ কিভাবে এতো নিচু হয়, পশু হয়............ X(( X( ওকে পুলিশে দেয়া দরকার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দাদা,

কাকে পুলিশে দিবেন? পুকিশ নিজেই তো মস্তানদের মস্তানি কপি করছে। যাই হোক, এদেরকে সোজাসাপটা আর্মির বন্দুকের নলের সামনে দাড় করানো উচিত। যেন আগামীতে আর কোন একটা এই সাহস করতে না পারে।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
''উড়াইলে সাইকেলের বাতাস
সেদিন হবে সর্বনাশ,
গিয়ার তার কাজ করবে না
রাখিও বিশ্বাস।

মানুষ একটা দুই চাকার সাইকেল। ''

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
;)
লাগে না পেট্রোল ডিজেল ;) মানুষ একখান কারিগরের মডেল ;) ;)

সহজে কবি হতে চাইলে বইলেন, বিজ্ঞাপন ফ্রিতে দিয়ে দিব শাইয়্যান ভাই। দেখা হবে বইমেলায়।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

সোহানী বলেছেন: চুরি কর ভালো কথা তাই বলে আমার প্রিয় কবির কবিতা X(( X(( X(( X(( । কত ফেবু কবি আছে, সামু কবি আছে..... কবি সেলিম, জাহিদ, বিলিয়ার, ল, জী এস, খায়রুল অসখ্য কবির আনাগোনা। সেইগুলা না দেইখা ছাগল গেল জীবনান্দকে চুরি করতে। এতো দেখি কঠিন চোর...............

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,

আজ একবার ফেবুতে গেছিলুম, সেখানেও একজনকে দেখলাম আপনার কবিকে ফলো করার চেষ্টা করছে ;) নাম কমু না! আপনি হেতেরে মাইরালবেন :)

হ্যা, সে চাইলে পারতো এদেরকে কপি করতে, কিন্তু সমস্যা হচ্ছে, এরা জীবিত, এরা মামলা করলে তার রক্ষে নেই, কিন্তু জীবনানন্দের মত মৃতরা তো আর তাকে ধরতে আসবে না! তাই সাধুরে কে ধরে...


বিদ্রোহী ভৃগুর ১৬ নং মন্তব্যব্যটি দেখুন ;)

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৮

বলেছেন: জ্বীন পরীর আসড় লাগছে আর নীল আকাশ ভাই (কবিরাজ) ঠিকই বাহির করে ফেলছে তার ক্লায়েন্ট কে।

কাওসার চৌধুরী যা বলেছেন তা আলবত সত্যি চুরি কিন্ত সব বড় বড় কবি ছায়িত্যিক রা করে আসছে।

হাল জামানায় ঢাবি স্কলার রা গবেষণা চুরি করেছে ---

আমরা অঘটন ঘটনে পটিয়সি --★★★

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
"জ্বীন পরীর আসড় লাগছে আর নীল আকাশ ভাই (কবিরাজ) ঠিকই বাহির করে ফেলছে তার ক্লায়েন্ট কে।"
কারেন্ট বলেছেন।
উনি যার পিছু নেয় হেতের চৌদ্দপুরুষ তামাতামা না করা তক উনি নিস্তার দেয় না। ;)

হ্যা কুসার ভাইয়ের কথাও ফেলার মত না! আমি ভাবতাছি একজন একজন করে ধরবো।

আর আপনার এতো সুন্দর মন্তব্যও কম কিসে। খুব ভাল লাগলো দেশি ভাই। ভালবাসা জানবেন সবসময়।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: সোয়েব বাবুরে দেইখা আহেন view this link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: স্রাঞ্জি সে,

হেতে আমার ফেবুতে আছে। আপনার দেয়া লিংকে আবারো টু মারলাম। জনসাধারণের জন্য উনার চরম দরদ। সাবাইরে চায়ের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। যাবেন নাকি?

;) ;)

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কি আর করা যাবে তাজুলভাই , এত বিরল প্রতিভার অধিকারী ; তাদের থেকে একটু সাবধানে থাকতে হবে বৈকি !

শুভকামনা ও ভালোবাসা রইল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কলকাতার বইমেলায় আপনি যখন জীবিতদের বই কিনলেন, তখন বলতে চাইছিলাম যে, এবারের বইমেলায় আমি কোন জীবিত লেখকের বই কিনবো না; ব্লগার ছাড়া। হ্যা, হয়ত শেষ পর্যন্ত এমনটাই চেষ্টা করবো।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ানক অবস্থা?????

এও সম্ভব????

অথচ উনি প্রায়ই অন্যসব কবিদের পারলে রেগুলাম সার্ফ এক্সেল ধোলাই দেয় ফেবুতে!!!
অলওয়েস ভাবসে থাকে!! আর অন্দরে এই বিভৎস চৌর্যবৃত্তির বাসনা!!

ধিক! শতধিক!

অনেক ধন্যবাদ তাজুল ভায়া, মুখোশ উন্মোচনে!




১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

জী ভাইজান ;)

এমক্ন ভয়ানক অবস্থারও বাস্তবতা উনি দেখিয়ে দিয়েছে।
সাহসী পুলা বটে।

"অথচ উনি প্রায়ই অন্যসব কবিদের পারলে রেগুলাম সার্ফ এক্সেল ধোলাই দেয় ফেবুতে!!!"
বুঝেন ব্যাপার, কত্ত বড় বুকের পাডা পুলাটার। সাহস আছে বলতে হয়। নির্বাচন কমিশনার ;)


ধিক, এদের গোষ্ঠিসহ।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

তারেক ফাহিম বলেছেন: নিল আকাশ ভাই, মন্ত্র আর বাটি চালা দিয়ে ঠিকি বের করছে B-)

ভাই, আপনিতো সামু ব্লগের সত্যিকারের ওঝা =p~

স্রাঞ্জি সে তো তাহার বদন খানা দেখার সুযোগ করে দিল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আমারে একামে সহায়তা করেছেন সিলেটের একজন কবি।। তারই তাবিজখানা উল্টিয়েপাল্টিয়ে দেখতে গিয়ে দেখি তাবিজের ভেতরের তথ্য সত্য। আমার কী করার কন।

সাহসী পুলাগো কথা জাতি না জানলে।আমাগোরে আল্লাহ জিগাইবো। যাই হোম, সবই দয়ালের ইচ্ছা।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: কবি হওয়ার খুবই শখ ছিল।এত সহজে কবি হওয়া যায় আগে কইবেন না মেয়াভাই?
তারপর কেমন আছেন তাজুল ভাই?
ব্যস্ততার কারনে আপনাদের সাথে তেমন হাই হ্যালো হয়না।আশা করি ভাল আছেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আছি ভাই ভাল, চমৎকার বলা যায়।
আন্তরিকতার সাথে খবরা-খবর জানতে চাইলেন, আপনার জন্যে তো কিছু করতেই হয়।


আপনি কবি হবেন আগে বলবেন না :(




শুনেন, আমাগো কোম্পানির তাবিজ নেন, খুব ভাল করে সরিষার তেল মাখিয়ে তাবিজকে গোছল করাইবেন, নিজে সাপ্তাহে একবার আর তাবিজকে প্রতিদিন সাতবার, আর এই তাবিনের গোছলের পানিটুকু খেয়ে নিবেন নতুবা প্রিয়তমাকে খাওয়াই দিবেন ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

স্যারি, টেবলেটটা মিস্টেক হয়েগেছে ভাই!

আসলে এর লেভেলটা ভুলে মিস্টেক হয়ে গেছে, ভেতরের মামলেটটা ঠিক আছে। ;)


(আমরা ফলাফল না জানার আগ তক ফেরত নেই না ;) )

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



এই জন্য ই আমি নতুনদের বই কিনতে ভয় পাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


আমিও ঠিক করে রেখেছি, ব্লগার ছাড়া জীবিতদের লেখা পড়বো না।

ধন্যবাদ প্রিয় ভাই।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫

জুন বলেছেন: চুরি করে হলেও কি কবিতা লিখতে হবে :-* মনে হয় সে একজন বেহুশ কবিতা প্রেমী ;)
ধন্যবাদ তাজুল ইসলাম এমন শেয়ারের জন্য।
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,

ভাবছিলাম ওর সাথে বইমেলায় এক কাপ রঙ চা পান করার সৌভাগ্য অর্জন করিবো। যদি চা পানের ফাঁকে এই কুকিটলামির তথ্য উধঘাটন করা যায়।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: অনলাইনে লেখা চোরের ছড়াছড়ি, চোরা লেখা দিয়ে কেউ কেউ আবার দেখছি বইও বের করছে, হা হা হা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শুধু কী বই, কেউ কেউ মহা সাহত্যিকও হয়ে যান অন্যের লেখা কপি করে, কেউ কেউ আবার বিদেশিদের গল্পের অনুবাদ করে নিজের নামে চালিয়ে দিয়ে বিশাল বিশাল লেখক হয়ে গেছেন ;)


আপনি আমি কিচ্ছু কতে পারবো না!

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৫

বলেছেন: বাঘে ধরলে এক ঘাঁ আর এখন দেখছি তাজুল ভাই ধরলে শতেক ঘাঁ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লতিফ ভাই,
আমি একা না, আপনার এক দেশি ভাই আমারে কিছুটা হেল্প করেছেন।

মজার বিষয়, উনারা এরপরও অনেক বড় কবি ;)

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

Redwine বলেছেন: জীবনানন্দ উনার নাম নিয়ে আবার এসেছে, আপনারাই চিনতে পারেন নাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হা হা হা হা হা =p~
;)

আপনি চিনতে পেরেছেন দেখে মজা পেলুম,

উনার সাথে চা'পানের সৌভাগ্য আপনার হয়েছিল নাকি? ;)

ভাল থাকুন ভাই ;)

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,




সবাই ধিক্কার দিয়ে গেছেন অমন ক্ষনজন্মা কবিকে, আমি কি দেবো ?
রবীন্দ্রনাথের 'প্রথম গালি"(ডিডি টুমি....টুই!)র মতোই আমারও ইচ্ছে করছে কষে একটা গাল দেই...............

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ;)

মহান এই খবি উনার ফেসবুকের ওয়ালে চায়ের নিমন্ত্রণ দিয়ে বেরাচ্ছেন, আপনি যদি আসেন তবে বইমেলায় একসাথে চায়ের নিমন্ত্রণটা আদায় করা যায় ;)
তখন না হয়, উনার এমন কুকুটলামির শানে নুযূল জানতে চাওয়া যাবে।
আর তখন আমি আপনার সাথে হেতেরে শুনাইয়্যা কমুঃ
রবীন্দ্রনাথের 'প্রথম গালি"(ডিডি টুমি....টুই!)র মতোই আমারও ইচ্ছে করছে কষে একটা গাল দেই...............

;)


অশেষ ধন্যবাদ ;)

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

ঠ্যঠা মফিজ বলেছেন: মুখোশ উন্মোচন করে দিয়ে অনেক ভালো কাজ করেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ;)

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

মাহমুদুর রহমান বলেছেন: বাহ খুব সুন্দর হয়েছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কী সুন্দরের দেখলা প্রিয়তমা?

২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০

প্রামানিক বলেছেন: এ কবি কবিতা চোর না কবিতার ভক্ত বলা যায় কবিতার প্রেমে অন্ধ হয়ে নিজের নামেই কবিতা ছেপে দিয়েছে। এরকম ভক্ত আমারও আছে, ফেসবুকে সার্চ করে দেখি আমার ছড়া কতজন যে তাদের নিজ নামে ছেপে বসে আছে তার হিসাব করাই মুশকিল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই,

গতকাল আহমেদ জি এস ভাইকে বলছিলাম, চলেন ওরে একটু সৌভাগ্য দেই! উনি প্রতিউত্তরে যা ক'লেন তাতে ওর কপালে মন্দ আছে বুঝা গেলো।


আসলে এমনটা কপিকারী কবিদের সহনে কবি হওয়ার একটা বিরাট সুযোগ বলা যায়। যাই হোক। এরাই কিন্তু একসময়ের ভবিষ্যৎ সেলিব্রেটি ;) ;)

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চোর হলেও ব্যাটার কিন্তু নজর উঁচু। আউল ফাউল কারো কিছু চুরি না করে এক্কেবারে জীবন বাবুর বসতবাড়ী'তে হামলা!!! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.