নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভুঁইচাঁপা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩০



দিনকাল মনে নাই। হবে। টুয়েন্টি-টুয়েন্টির সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। হঠাৎ স্থান পরিবর্তনের ডাক পড়ল কালো কুকিলের। চলেও আসল। স্টেশনে কুলির কাজ আঞ্জাম দেওয়ার পাশাপাশি বিনা বকশিসে 'কালো কুকিল' ডাক নামটাও তাকে বহন করতে হতো সেখানে। কালো বলে সুন্দরি মাইয়্যালোক তাকে ডাকত না। কাজ দেওয়া তো বহুত দূর—কা বাত। সে যেচে যেত প্রায়সময়। তারা তার সামনেই অন্য কুলির কাঁধে তুলে দিত। সেখানে হেরে যেত তার আকুতি, করুন চাহনি, শক্তপোক্ত শরীর। তাছাড়া, যাদের কাজ করার সুযোগ পেত তারাও প্রাপ্য থেকে কম দেওয়ার চেষ্টা করত। ভালো লাগত না এসব। তবু তাকে করতেই হতো। এভাবে কাটিয়ে দেওয়া দিনগুলোর পরিবর্তনের আশায় সে এসেছিল এখানে। কোম্পানিতে।

নতুন কোম্পানিতে জয়েন নিতে তার কোন অ্যাপয়েন্টমেন্ট লাগেনি। এককালে ঠাকুরদা ছিলেন কোম্পানির পূর্বপুরুষের কুলি। সে সুনাম ভিজিয়ে তার ব্যবস্থা হয়ে গেল। ভালোই হলো। তবু নামকাওয়াস্তে ইন্টারভিউ'র খোলসে কিছু শারীরিক জোর তাকে প্রদর্শন করতে হলো। সেও কম যায় না। যখন বুঝল চাকরি কনফার্ম তখনই নিজেকে সেয়ানা প্রমাণে কোম্পানি থেকে সময় নিল। পরবর্তীতে জানাবে, চাকরি করবে কিনা!

ঠিক ঐ মূহুর্তে তার সাথে আমার পরিচয়। দেখতে বাঁশপাতার সেপাইর মতো। মেধাবী বলা যায় না। আবার মেধাহীনও বলা যায় না। কী বলা যায় তাহলে? মোটামুটি? হ্যাঁ। তাই বলা যায়। মোটামুটি। কালো মানুষের মন সাদা থাকে বলেই হয়তো তার মনটা ধবধবে সাদা। তবে তাকে কেন আমার সেয়ানা বলে মনে হলো তা পরে একবার বলব। সময়ে। সুযোগে। তাড়াহুড়ায় সে বড্ড অভ্যস্ত বলেই মনে হলো। তার ভেতর অসংখ্য সত্যের মধ্যে একটি সত্য ছিল ব্যতিক্রম। আপন দুঃখ-কষ্ট কাউকে না বলা। এই ব্যাথাতুর সময়ে তার একটি বদভ্যাসও ছিল। প্রিয়জনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। একবার হলো কী, হঠাৎ সে লাপাত্তা! কোম্পানিতে গেলাম তার খোঁজে। পেলাম না। ফোনে তো মিললই না। কত মারপফতে যোগাযোগ করলাম, তাতেও ব্যার্থ হলাম। পরবর্তীতে একবার উদ্ধার করলাম এর রহস্য; এটা ছিল তার ব্যাথাতুর সময়ের বদ অভ্যাস। সে নিজ কালো পাকাপোক্ত চামড়া লুকিয়ে রাখতে সাদা কাপড় পড়ত কি না, জানি না। তবে তার পছন্দ ছিল সাদা কাপড়। কালো তার শত্রু ছিল। যেমন অন্ধকার।


(চলবে?)

মন্তব্য ২৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহারে! কালো মানুষের কিছু দুঃখ চিরকাল থাকে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাইলে চিরাচরিত লেবাসই পেয়ে গেলো!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

তারেক ফাহিম বলেছেন: চালালে চলবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাহলে চলুক। ফাল্গুনী শুভেচ্ছা

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫

ফয়সাল রকি বলেছেন: চলুক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটাই তবে হোক। ধন্যবাদ জানবেন।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৬

নেওয়াজ আলি বলেছেন: আমিও কালো :D

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাই নাকি! দেখতে মনে হয় না! পার্লার থেকে বেরুনোর পরবর্তী ছবি প্রোতে দিছেন নাকি! হা হা হা হা

মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫০

ওমেরা বলেছেন: সব কালো মানুষের মন সাদা থাকে না ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গল্পের কথাটা আপেক্ষিক অর্থে নিলে আপনার কথার সত্যতার পাশাপাশি সেটাও সত্য থেকে যায়। আসলে সবাই যে ভালো তা কিন্তু না। অনেক সময় কোন জনপদের এক-দুজনের ভালো গুণের কারণে পুরো জনপদের সুনাম হয়। তবে সত্যি, সব কালো মানুষের মন সাদা থাকে না।
ধন্যবাদ আপু।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: হ্যা লেখা ভালো হয়েছে। চলুক। অবশ্যই চলুক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসছে পরবর্তী পর্ব....

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

সোহানী বলেছেন: চলুক তাজুল, ভালো লাগছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু, আপনার অনুপ্রেরণাই আমাদের বিরাট প্রাপ্তি।
শুভকামনা আপনার জন্য।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১২

অজ্ঞ বালক বলেছেন: এত ছোট্ট কইরা লেখলে হয়? অনুভূতি জন্মানোর আগেই তো ইয়ে হয়ে গেলো...

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনুভূতি জন্মানোর আগেই তো ইয়ে হয়ে গেলো...
কন কী! কেমনে! অনুভূতি যে জন্মানোর পথে ছিল হেইডা আন্দাজ করতে পারছিলাম না! তাই। অপেক্ষা বেশিদিন করতে হপবে না। ইন শা আল্লাহ আগামী পর্বেই শেষ করার চেষ্টা করবো।
ধন্যবাদ আপনাকে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

মপোতোস বলেছেন: আড়ষ্ট, খটখটে লেখা যত ভালোই হোক, পড়তে ভালো লাগে না। আপনার গদ্য সাবলীল। পুরোটা পড়েই না হয় লেখাটা সম্পর্কে মন্তব্য করা যাবে। চলুক....

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আড়ষ্ট, খটখটে লেখা যত ভালোই হোক, পড়তে ভালো লাগে না।
একসময় খুব পড়েছি এমন। সম্প্রতি সেসবে জোঁক নেই বলা যাবে না, তবে সাবলীলতায় মুগ্ধতা আছে বলা যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আশা করি আগামী পর্বে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

আখেনাটেন বলেছেন: কালা দেহে ধলা মনের মানুষ.......বেশ.......

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসছে আগামী পর্ব। সমালোচনা প্রত্যাশি।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

নীল আকাশ বলেছেন: আগ্রহ হচ্ছে কালো ধলার লেখা পড়তে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাইলে তো হইছে। দেখা হবে আগামী পর্বে।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০

করুণাধারা বলেছেন: চলুক, সাবলীল লেখা পড়তে ভালো লাগছে...

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। ধন্যবাদ।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: দৌড়াক !!
শুভ কামনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দৌড়াইলে তো সাথে দৌড়াইতে হইবে!

শুভকামনা নিরন্তর

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



বর্ণ বৈষম্য! বর্ণ বৈষম্য চিরোকাল ছিলো আছে থাকবে অনন্তকাল। লেখা খুবই ভালো হয়েছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আগামী পর্বে 'বর্ণ বৈষম্য' প্রতিহত করতে আমাদের করণীয় নিয়ে কিছু থাকবে বলে নিশ্চয়তা দেওয়া না গেলেও আশা রাখতে পারেন।

১৫| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: কালোরা কি ধলা হয় শুধুমাত্র কাফন পরার পর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.