নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত লেখিকা হতে চাই না।।লেখালেখি আমার শখ।।শখের বসে লেখালেখি করতে বসি।কখনও বাস্তবতার সাথে মিলিয়ে কখনও কল্পনার রং তুলিতে লেখালেখি করি।

Tanju H

Tanju H › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ গার্মেন্স শিল্প

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২


এই অবেলায় রোদেলা দুপুরে,দাঁড়িয়ে আছি কোন একটি স্কুলের বারান্দায়,পাশে একটি গার্মেন্স ফ্যাক্টরি,,,
কিছু মেয়ে কাজ করছে,,,মনযোগে.....
তাদের পেশা এটাই,,,
কাজ করে উপার্জন করা,,,কিন্তু এই ছেলে-মেয়েদেরর বয়স অনেক অল্প।এই বয়সে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপড় সেলাই ধর্য্যের ব্যাপার।।।যে বয়সে তাদের হাতে বই খাতা থাকা উচিত সে বয়সে তারা সেলাই কাজে ব্যাস্ত।।।
আমরা যখন গরমে ছটফট করি তখন তারা ইলেক্ট্রনিকস্ ম্যাশিনের সাথায্যে কাপড় সেলায় করে।আমরা জানি,এই সকল ইলেক্ট্রনিকস্ জিনস থেকে তাপ উৎপন্ন হয়,,,বাইরে রোদের তাপ ভিতরে যন্ত্রপাতিরর তাপ কেমন হতে পারে,একটু অনুভব করেন।অনেক অসয্য।
আমিও কিন্তু সেলাই করি।কিন্তু ঐ কিশোরীদের ধর্য্যের কাছে আমি হেরে যাব।কারন,তারা যে পরিমান পরিশ্রম করে,আমি হয়ত তার অর্ধেকও না।
তবুও বিভিন্ন উৎসবের সময় দেখা যায় তাদের আন্দোলন।তাদের বেতনের জন্য।।
এত কষ্টের পরেও কি তাদের বেতন ঠিকমত পাওয়ার কোন অধিকার নেই?
না কি আমাদের সমাজের উচ্চ বিত্তদের মানবতা হারিয়ে যাচ্ছে।
দেখা যায়,,কোন গার্মন্সের মালিকের জন প্রতি গাড়ি,,,,ঢাকায় ধানমন্ডি,বসুন্ধরা,বারিধারা নানা জায়গায় ফ্ল্যাট কিনার জন্য ব্যাস্ত।কিন্তু সেই ছোটখাটো পেশার মানুষগুলো তাদের কাছে নির্যাতিত,অবহেলিত।।।
কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের দেশ।।।
Tanju H

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.