![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম হয়েছে আমার,
কোন এক চৈত্রের দুপুরে।
বসন্তের হাওয়া দিয়ে গেল,
আমার বড়ির চত্বরে।
মায়ের মুখে ছিল কোমল হাসি,
আমার মুখে বাজল কন্নার বাঁশি।
এক,দুই,তিন করে কেটে গেলে বছর,
আজ পূর্ণ হল আমার আঠারো বছর।
এই দিনে আমার মুখে ফুটেছে হাসি,
মায়ের চোখ হল জলের রাশি।
কারনটা ছিল এ রকম-
মেয়ে হয়েছে বড়,বিয়ে দিতে হবে,
কি জানি পাত্র হয় কেমন?
আর আমার ভাষাটা ছিল এমন-
হয়েছি বড় তাতে কি,
বিয়ে করব না এত তাড়াতড়ি।
আগে শেষ করে নেই লেখাপড়া,
বিয়েটা হল পড়ের কথা।
ভাগ্যে জুটবে যেমন ছেলে
নেব তাকে আমি মেনে।
কিন্তু একটা কথা--
আগে দাঁড়িয়ে নেয় নিজের পায়ে।।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
Tanju H বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: মোটামুটি লাগল। লিখতে থাকুন ভাল হবে।অনেক শুভ কামনা রইল।