![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সময় নেই,
কাল হবে দেখা।
কেন শুনতে কষ্ট হয়,
এই তিন শব্দের লেখা।
কেন সময়গুলো ছন্ন ছাড়া,
দিন শেষেত সবাই একা।
সবাই চলে যায়,
প্রিয়াকে ভুলে যায়,
ব্যাস্ততার মাঝে।
প্রিয়াগুলো যে কষ্ট পায়,
বোঝে না তারা?
তবুও অভিমানী হয়ে,
হাজারো রাত পারি দেয়
কালো মেঘের বারিতে।
শুধু অপেক্ষার প্রহর,
গুনতে গুনতে,
দিন চলে যায়।
আশায় থাকে,,
শুধু মনের মানুষটার জন্য।।
Writer:-TH..
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
Tanju H বলেছেন: ছেলেরাই কাজে সব সময় ব্যাস্ত থাকে আর মেয়েদের অপেক্ষার প্রহর গুনতে হয়।কখন তার ভালবাসার মানুষ আসবে,এটাই বাস্তবতা।
তবে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
বাংলাদেশী জিসান বলেছেন: বাস্তবতা ক্ষেত্রবিশেষে অনেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন হয়।
ব্যস্ততার কারণেই অপেক্ষার প্রহর গুণতে হয় এমনও কিন্তু নয়!
জীবনে নানা জনের বিষাদের নানা ক্ষণ দেখেছি, গল্প শুনেছি অবিশ্বাস্য বাস্তবের!
ললনার ছলনার বেড়াজালে কিংবা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে শুদ্ধ প্রেমের নানা স্বপ্নকে অঙ্কুরেই ভঙ্গুর করে ভবঘুরেতে পরিণত হতে দেখেছি অনেক ভাই-বন্ধুকে!
তা থেকেই বললাম, 'শুধু' এক বিশেষ শ্রেণীই অপেক্ষা করে কিংবা কষ্ট নিয়ে প্রহর গুণে এমন ভাবাটা আমার কাছে এককেন্দ্রিক মনে হয়।
আপনার প্রত্যুত্তরের জন্য ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
Tanju H বলেছেন: হয়ত;;;;;অপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০২
বাংলাদেশী জিসান বলেছেন: অপেক্ষা শুধু প্রিয়ারাই করে,
ধারণাটা আপনার পুরো ভ্রান্তির!
সত্যিকারের ভালোবাসে যারা,
তারাই কাটায় সময় অশান্তির!