![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলাপন
Tanju H
১ মাস পর-
তোমার সাথে দেখা,
তুমি আমায় বললে,
"কি অবস্থা ম্যাডাম।"
আমি বললাম,
"হঠাৎ এতদিন পর।"
তুমি বললে,
"মনে পড়ল তাই।"
আমি একটু রাগ করেই
বললাম-
"ও এতদিন বুঝি মনে ছিল না।"
তুমি হেসে বললে,
"মনে ছিল বলেইত
ফিরে আসলাম।"
আমি একটু মুচকি হাসি দিয়ে
বললাম-
"এতদিন পর
ফিরে আসলে কেন?"
তুমি এক নজরে
আমার দিকে তাকিয়ে
বললে-
"ফিরে যায় ফিরে আসি
বলতে তোমায় ভালবাসি।"
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০
Tanju H বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১
কবি হাফেজ আহমেদ বলেছেন: "ফিরে যায় ফিরে আসি
বলতে তোমায় ভালবাসি।" ভালো লাগলো।
হ্যাপি ব্লগিং
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬
Tanju H বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।দোয়া করবেন আপনাদের যেন আরও ভালো লেখা উপহার দিতে পারি।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: এগিয়ে যান শুভকামনা আপনার জন্য। শুভ হোক আগামির পথচলা।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫
Tanju H বলেছেন: মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১
সিনবাদ জাহাজি বলেছেন: ফিরে যায় ফিরে আসি
বলতে তোমায় ভালবাসি।
অভিমান এবং মান ভাঙ্গানোর চিত্র।
ভাল লাগা রেখে যাচ্ছি