![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা
- Tanju H
নির্ঘুম রাত,
নিশ্চুপ চারদিক।
আকাশে বাঁকা চাঁদ,
মৃদু হিমেল হাওয়া।
চোখে আজ স্বপ্নে ভরা,
তোমার সাথে বলব কথা।
কিন্তু তুমি কই?
চোখে জল এসে,
করে যে থৈ থৈ।
ঘুম আসে না দুটি চোখে,
তোমার কথা ভাবি শুধু,
একা নীরবে।।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: হৃদয়ের কথা বলিতে যে ব্যাকুল....