![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ একটু জলদি জলদি বেরিয়ে পড়ল সজল। সাদা রঙের সুপারি গাছের মত জিরো সাইজের ৪ তলা একটা দালানে(!) থাকে সে। ৪ তলায় তার স্থান। নিচে নেমে একবার ফিরে তাকাল ২য় তলার বারান্দায় একজনকে সে তার হৃদয়টা ধার দিয়েছিল। সেই একজন হৃদয়টা আর ফেরত দিচ্ছে না বলেই আটকে গেছে সজল। আজ তাকাতেই দেখল বড় বড় চোখ করে চেয়ে আছে শিলা। এঁর মানে হচ্ছে টিশার্টের রং পছন্দ হয় নি এনগ্রি বার্ডের! প্রায় সাথে সাথেই বেজে উঠল সজলের ফোনটা। মেসেজ দিয়েছে শিলা। “tmk na bollam green Tshirt porba? Soja upore jao. Green ta pore asho. R shuno bikele Parke dekha hocche. Thik 4ta. 1 sec late hole ami cole asbo!” একটু হেসে উপরে না তাকিয়েই উঠে গেল সজল। কথামত শার্ট পরে সোজা দোকানে চলে আসলো। মোবাইল আর ফ্লেক্সিলোডের ছোটখাটো একটা দোকান। অনার্সের মাঝপথেই হটাত লেখাপড়া ছেড়ে গত বছর থেকে দোকানে বসেছে। সময় যেন কাটে না । শুধু ৩ টা কখন হবে সেই অপেক্ষা। আজ এই প্রথম ৩টাতেই চলে আসলো সজল। গত ৩ সপ্তাহ দেখা হয় নি শিলার সাথে। শিলা এইচএসসি দিয়েছে এবার। শিলা বলেছিল ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আর দেখা করা সম্ভব না। কিন্তু আজ কিভাবে কি। কিছুই জানে না সজল। এ পর্যন্ত তাদের ৩ বার দেখা হয়েছে। আধা ঘণ্টার বেশি কখনই থাকা হয় নি শিলার। সবসময় তাড়ার মধ্যে থাকে এই ফুটফুটে মেয়েটি। ধবধবে সাদা সে না। বরং মায়াবী ওর গায়ের রং। কবিদের মত এত খুটে খুটে দেখেনি কখনো সে কোন মেয়েকে। শিলাকেও না। সজল একটু লাজুক ধরনের! শুধু এটা বোঝে সৌন্দর্য বলতে তার কাছে শুধুই শিলা! এসব ভাবতে ভাবতে পৌনে ৪টা বেজে গেল। একটু হেঁটে আসার জন্য গেট ধরে হাঁটতে লাগল। আজ বিএনপির ডাকা অবরোধ। এত বেশি অবরোধ দেওয়াতে আজকাল কেউ পরোয়া করে না। দেশ নিয়ে কখনই ভাবে না সজল। কারন একটাই, সে কিছুই বোঝে না রাজনীতির। হটাত সামনে দেখতে পেল শিলা আসছে রিক্সা দিয়ে। সে হাত নাড়ল, শিলাও দেখতে পেয়ে সাড়া দিল। ৩০ ফুট দূরে এখন রিক্সা। সজল এক পা বাড়াতে যাবে এমন সময় চিৎকার করে সবাই ছোটাছোটি করতে লাগল। সজল দৌড়ে রিক্সার কাছে গেল। শিলার হাত ধরে নামাতে লাগল। তখনি কিছু বোঝে ওঠার আগেই ভুমমমমমম......
সন্ধ্যা ৬টার সংবাদে ...
“গতকাল অবরোধের মধ্যে আকস্মিক পেট্রোল বোমার বিস্ফোরণে নিহত ১, আর ৫ জন আহত। হাঁসপাতালে নিয়ে যাওয়ার পর আর একজন মারা যান। নিহত দুজনেরই পুরো শরীর পোড়ে গেছে। আর আহতদের কারো হাত, কারো পা পোড়ে গেছে। লাশ সনাক্ত করা যাচ্ছে না। তবে ডিবি পুলিশ জানিয়েছে একজন নারী আর একজন পুরুষ। এতটুকুই জানা গেছে। আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকবেন। আমরা ফিরব প্রান রুচি ডালভাজা বিরতির পর!”
©somewhere in net ltd.