![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও এখন শীতকাল, তাই বলে কি বসন্ত খুব বেশী দূরে!
বঙ্গবন্ধুকে ঠিক মতো না জানলে আমাদের বাংলাদেশকে জানা অসম্পূর্ণ থেকে যাবে। বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই সুত্রে গাঁথা। তাই বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা অসাধারন কিছু প্রামাণ্যচিত্রের কথা তুলে ধরলাম। আশাকরি প্রামাণ্য চিত্রগুলি সবাই সময় করে দেখার চেষ্টা করবেন...
১। "রহমান, দ্যা ফাদার অফ বেঙ্গল" তৈরি করেছেন বিশ্ব বিখ্যাত জাপানি পরিচালক নাগাসি ওশিমা। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ব্যক্তি জীবন, তার প্রাত্যহিক কর্মকান্ড ও পরবর্তী পরিকল্পনার উপর ভিত্তি করে নির্মিত এক কালজয়ী ডকুমেন্টারি।
২। "বাংলাদেশ" নামে যুক্ত রাষ্ট্রের এবিসি টিভি ১৯৭২ সালে বঙ্গবন্ধুর দেশ গঠনের কর্মকান্ডের উপর তৈরি করে আরও একটি প্রামাণ্যচিত্র।
৩। "ডেভিড ফ্রস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ" বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ভিত্তিক একটি অসাধারন প্রামাণ্যচিত্র। বিশ্ব বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উপর ভিত্তি করে তৈরী করেন এটি।
৪। "দ্যা স্পিচ" বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্লেষণ নিয়ে আরেকটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র।সাক্ষাত্কার ভিত্তিক এই প্রামান্য চিত্রের মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে শুরু হলো ভাষণ ভিডিও করার পরিকল্পনা, বাস্তবায়ন এবং কঠোর গোপনীয়তার মধ্যে সংরক্ষণ।
৫। "পলাশি থেকে ধানমন্ডি" ১৫ই আগস্টের ঘটনার উপর ভিত্তি করে আব্দুল গাফফার চৌধুরীর পরিচালনায় নির্মিত চলচিত্র। ছবিটি ষ্টুডিও ভিত্তিক লোকেশনে নির্মিত হলেও এতে ইতিহাসের মূল্যায়নে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পুরা ঘটনার একটা রূপ রেখা পাওয়া যায়।
৬। "বঙ্গবন্ধু বাংলাদেশ" বিশ্বজিত সাহার পরিকল্পনায় আর শ্যামল দত্তের সঙ্কলনে আরও একটি তথ্য চিত্র।
৭। "মুক্তির গান" প্রখ্যাত মার্কিন চলচিত্রকার লিয়ার লেভিনের ক্যামেরায় ধারন করা ফুটেজ থেকে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত প্রামাণ্য চিত্র যার শুরু বঙ্গ বন্ধুর ৭ই মার্চের ভাষণ দিয়ে...।
©somewhere in net ltd.