![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও এখন শীতকাল, তাই বলে কি বসন্ত খুব বেশী দূরে!
বউ : রাতে বাসায় এসেই যে বই, ফেসবুক আর ব্লগ নিয়ে বসো, এতে সংসারের কোন উপকারটা হয় ?
আমি : দেখো, সংসারের জন্য তো আমি সারাদিন অফিসেই কাজ করি। রাতে আমাকে দেশের জন্য কাজ করতে হয় !
বউ : ওরে আমার দেশের কাজ ! তোমার স্টেটাসে তো লাইকও পরেনা !
আমি : শুধু লাইক দিয়ে মেধার বিচার হয়না, পৃথিবীতে বহুত লেখক আছে যারা জীবিত অবস্থায় স্বিক্কৃতি পায়নাই।
বউ : হ ! গায়ে মানেনা, আপনে মোড়ল ! আমার বান্ধবী ডলির জামাই গাড়ি কিনসে, শান্তার জামাই ফ্লাটের বুকিং দিসে.....
আমি : আরে রাখো তোমার গাড়ি-ফ্লাট ! একজন কবির কাছে তুমি তুচ্ছ গাড়ি-বাড়ি নিয়ে কথা বলতে আসছ ?
বউ : এই খানে আবার কবি আসলো কোথা থেকে ?
আমি : কেন, আমিই তো কবি !
বউ : তুমি কবি ? কই জীবনেতো এক লাইন কবিতা লিখতে দেখলামনা।
আমি : লিখিনাই, তাতে কি হইসে, সামনে লিখব। সবাইরেই কি সুকান্ত হইতে হবে এমন কোনো কথা আছে ? কেউ কেউ অদ্বৈত্ত্ব মল্লবর্মন ও হতে পারে !
বউ : তোমার এই কথা গুলি আছে দেইখাই এখনো বাইচা আসো। সাংসারিক একটা গুনও তোমার মধ্যে নাই।
আমি : আমি শুধু কথাই বলি, তাইনা ! কেন, প্রতিবছর তোমারে ঘুরতে কক্সবাজার নিয়ে যাইনা ? তোমার অন্য কোনো বান্ধবীর জামাই এভাবে ঘুড়ায় ?
বউ : জ্বি, তারা মালেশিয়া- সিঙ্গাপুর যায়, তোমার মত কক্সবাজার নিয়া ঘুরে না !
আমি : আচ্ছা বাদ দাও, তারাকি আমার মত সৃজনশীল মানুষ ? ক্রিয়েটিভ কাজ করে, চিন্তা করতে পারে ?
বউ : যাদের কোনো মুরদ নাই তারাই বইসা বইসা চিন্তা করে, আর সৃজনশীল মানুষ বইলা নিজের মনেরে সান্তনা দেয় !
কিছুক্ষণ পর বারান্দায়...........
বউ : কি হলো মুখ কালো করে এখানে বসে আছো কেন ? কথা শুনায়সি দেখে মন খারাপ ?
আমি : না মন খারাপ হবে কেন, যা সত্যি তাই তো বলস ।
বউ : আরো কিছু সত্য আছে সেগুলি শুনবনা ?
আমি : শুনাও, এত কিছুই যখন শুনাইতে পারসো তখন বাকি গুলি আর বাদ থাকবো কেনো....
বউ : সত্য হলো আমার কোনো বান্ধবীর হাসবেন্ডই তোমার মত স্মার্ট না, সুন্দর না ! তারা কেউই তোমার মত এত সুন্দর করে কথা বলতে পারেনা। তুমি সবার চাইতে সেরা । কি এখন খুশি হইসো ? চল আমার সাথে একটু নার্সারিতে যাবা, কাঠ-গোলাপের চারটা আজ কিনে নিয়ে আসবো....
আমি : কথা গুলি কি মন থেকে বললা না খুশি করার জন্য বললা ?
বউ : অবশ্যই খুশি করার জন্য, নাইলে নার্সারী থেকে বাসা পর্যন্ত গাছ টেনে নিয়ে আসবে কে, আমি ??
প্রায় ১০০ বছর আগে কবি গুরু প্রশ্ন করেছিল, "সখী, ভালবাসা কারে কয় ?"
=> কবি, ভালবাসা কারে কয় জানিনা, তবে, ইহারেই বেচে থাকা কয় ! (চলবে...)
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
তানভীর আহমেদ সম্রাট বলেছেন: হা,হা,হা ! আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই...
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
আজমান আন্দালিব বলেছেন: সংসার দর্শন।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
তানভীর আহমেদ সম্রাট বলেছেন: বলেছেন: ঠিক বলেছেন ভাই, একেবারে "জীবন থেকে নেয়া !"
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
ঘূণে পোকা বলেছেন: ভাই এইটাই তো ভালবাসা, এইটাই বা কয়জন পায়
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
তানভীর আহমেদ সম্রাট বলেছেন: সেটাই, কবি গুরু ভুল বলেন নাই, "লোকে তবে করে কি সুখের তরে এমনি দুঃখের আঁশ !"
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯
রাফা বলেছেন: বাহ্ বউ তো ভালোই পারে .....।চমৎকার লিখছেন-সহজ লেখা লিখা সবচাইতে বেশি কঠিন।আপনি খুব সহজ করে লিখেছেন।
ধন্যবাদ,তানভির আহম্মেদ সম্রাট।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
তানভীর আহমেদ সম্রাট বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই...
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে ভালবাসার আক্ষেপ!
আর
হায়রে ভালবাসার প্রাপ্তি!
ভালবাসা কারে কয় জানিনা, তবে, ইহারেই বেচে থাকা কয় !