নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে মানুষ টার আশা ছিল কবি হবার, তাইতো আজও স্বপ্ন দেখে শিকল ভাঙ্গার, বাকি জীবন বাউল হয়ে পথে হাটার ।

তানভীর আহমেদ সম্রাট

যদিও এখন শীতকাল, তাই বলে কি বসন্ত খুব বেশী দূরে!

তানভীর আহমেদ সম্রাট › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় সেরা ১০ বাংলা ছবি ।

০৮ ই জুন, ২০১৬ সকাল ১০:১৭

1. অপুর সংসার (সৌমিত্র চট্টোপাধ্যায়,, শর্মিলা ঠাকুর )





2. জীবন থেকে নেয়া (খান আতা, আনোয়ার হোসেন, রাজ্জাক, সুচন্দা,)




3. বাক্স বদল (সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন )




4. আলোর মিছিল (রাজ্জাক, ববিতা, ফারুক, আনোয়ার হোসেন)




5. নায়ক (উত্তম কুমার, শর্মিলা ঠাকুর )



6. নবাব সিরাজ উদ্দুউলা। (আনোয়ার হোসেন, আনয়ারা বেগম)



7. দুই পয়সার আলতা (রাজ্জাক, শাবানা, নতুন, প্রবীর মিত্র, আনয়ারা, )



8. মাটির ময়না ( রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায় )



9. সারেং বউ ( ফারুক, কবরী )



10. আগুনের পরশমণি ( আসাদুজ্জামান নুর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর, শীলা আহমেদ)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লিস্ট। তবে ঋতূপর্ণের অন্য অনেক ভালো ছবি আছে। বিশেষ করে দহন। ঋত্বিক ঘটকের কোনো ছবি নাই!

০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:০৩

তানভীর আহমেদ সম্রাট বলেছেন: আপনার কথা খুবই যুক্তি যুক্ত। কিন্তু মনের উপরে কিভাবে জোর করি বলেন ? এই ছবি গুলি অসংখ্য বার দেখেছি, তার পরেও নতুন ভাবে দেখতে বসলে একই ভাললাগা কাজ করে। তাই তালিকা তৈরির সময় মাথার চেয়ে হৃদয়কে বেশী গুরুত্ব দিয়েছি।

২| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:১৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কিছুদিন আগে বাক্সবদল দেখলাম, সুপার। আমার অবশ্য যা দেখি তাই ভাল্লাগে। :)

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৫

তানভীর আহমেদ সম্রাট বলেছেন: বাক্স বদল আমার কাছে এতোটাই ভালো লেগেছিল যে প্রথম বার দেখার পর সংগে সঙ্গেই আবার দেখেতে বসেছিলাম।

৩| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:১০

সাহসী সন্তান বলেছেন: অপুর সংসার, নায়ক, মাটির ময়না আর চোখের বালি এই চারটা দেখেছি। বাকি গুলো দেখা হয় নাই! তবে ছবি গুলো আমার কাছেও বেশ ভাল লাগে! গতকাল ফেরদৌস আর সোহানা শাবার 'বৃহন্নলা'টা দেখলাম! ঐটাও মোটামুটি চমৎকার একটা ছবি!

পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮

তানভীর আহমেদ সম্রাট বলেছেন: বাকি ছবি গুলিও দেখে নিতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে। সেই সাথে গতকাল অর্থাৎ আমার আগের পোস্টে পছন্দের সেরা ১০ টি ইংরেজী ছবির তালিকা দিয়েছিলাম। সেগুলিও দেখতে পারেন। খারাপ লাগবে না এটুকো বলতে পারি।

৪| ০৮ ই জুন, ২০১৬ রাত ৮:০০

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ছবি গুলোর ডাউনলোড লিংক সাথে দিলে অনেক অনেক অনেক ভালো হোত

০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৫

তানভীর আহমেদ সম্রাট বলেছেন: ডাউনলোড লিংক গুলি এই মুহূর্তে আমার কাছে নেই থাকলে দিয়ে দিতাম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.