নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন নতুন কিছু সৃষ্টি করি

তানভীর হাসান সরকার

কোন পরিচয় নাই রে ভাই।

তানভীর হাসান সরকার › বিস্তারিত পোস্টঃ

পথশিশু হয়ে জন্ম,এটাই কি তোমাদের অপরাধ !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

ওরাও মানুষ আমরাও মানুষ । ওদেরও আমাদের মত সুস্থ সুন্দর ভাবে বাচার অধিকার আছে।কিন্তু তারা কেন আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন।কেন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ।

তাদের কথা বলছি যারা ফুটপাতে ঘুমায়,একমুঠো খাবার পাওয়ার জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে, স্কুলে যেতে পারে না ,অসুস্থ হলে কোন চিকিৎসা পায় না, আমি সেই পথ শিশুদের কথা বলছি।
বলতে পারেন, কি দোষ তাদের?
কেন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত?

আমি এর কোন উত্তর খুজে পাই না ।

যেখানে ওই শিশুদের আজ আমাদের মত স্কুল কলেজ এ যাওয়ার কথা ছিল, আনন্দ করার কথা ছিল, কিন্তু তারা এক মুঠো খাবার এর আশায় ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় । তারা আজ আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন।
যে শিশুটি আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হয়ত একটু সুযোগ পেলে ওই শিশু হতে পারত দেশ ও জাতির কর্নধার। তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে,কিন্তু তারা প্রতিভা বিকাশিত করার কোন সুযোগ পাচ্ছে না।

এদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য সরকারের তেমন কোন পদক্ষেপ চোখে পড়ে না ।

তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান এদের জন্য কাজ করে যাচ্ছে। তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য নিরালশ কাজ করে যাচ্ছে। শুধু কি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ,না। এর সাথে অন্যন্য মৌলিক চাহিদা গুলোও পূরণ করে দিচ্ছে তারা ।

উদাহণ হিসাবে রাজধানীর নাম করা একটি কলেজের কথা বলা যায়। তারা রাতের বেলা এই সব ছিন্নমূল শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে যাচ্ছে ।এখান থেকে শিক্ষা নিয়ে অনেক পথ শিশু সমাজের মূল ধারায় ফিরে আসছে ।
এখানে পথ শিশুদের বিনামূল্যে চিকিৎসা করা হয় ,বিনামূল্যে থাকা খাওয়ার ব্যাবস্থা করছে তারা ।

পরিশেষে সরকার এর কাছে আহব্বান জানাচ্ছি যে, এখনি সময়, এদের সমাজের মূল ধারায় ফিরিয়ে এনে দেশ ও জাতির কল্যানে কাজ করার সযোগ করে দিন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: শিশু দিবস ২০১৫ তে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন "আর একটা শিশুও পথে থাকবে না"।
হাহাহাহাহাহা আমি সেদিও হেসে ছিলাম খুব প্রধানমন্ত্রী এই মিছে আশার বাণীতে।
হয়তো আরো হাসতে হবে..............................
আর কাদবে পথ শিশুরা শুধু কাদবে........................
পথ শিশু নিয়ে অনেক গুলি লেখা আছে আমার ব্লগে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


'পথ শিশু' শব্দ ব্যবহার না করে, এদের নাম হোক জয় ও পুতুল

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

এস কাজী বলেছেন: আপনার আহবানের সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.