নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Facebook: http://www.facebook.com/TanvirIsraq

তানভির ইসরাক

তানভির ইসরাক › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সিং : স্বপ্ন ও বাস্তবতা

২০ শে জুন, ২০১৬ রাত ৮:০০

আচ্ছা, কখনও কি শুনেছেন, BSc. পাশ করে প্রতিমাসে আয় করুন ২০,০০০-৩০,০০০ টাকা? শোনেননি তো? ১৭-১৮ বছর পড়াশোনা করে মাসে যদি ২০,০০০-৩০,০০০ টাকা ইনকাম করতে পারবেন কি না শিউর হয়ে বলতে না পারেন, তবে এটা কিভাবে আশা করেন যে ৪ মাসের ট্রেনিং করে আপনি তা পারবেন?

ফ্রিল্যান্সি ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠান গুলো মানুষকে আকর্ষন করার জন্য বিজ্ঞাপনে এ ধরনের শিরোনাম ব্যবহার করে থাকে। বাস্তবতা হচ্ছে, BSc. পাশ করে প্রতি মাসে কত টাকা উপার্জন করতে পারবেন, বা আদৌ পারবেন কি না, সেটা যেমন এখনই বলতে পারছেন না, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও বিষয়টা এমনই। সাধারন ক্যারিয়ারের মত এখানেও আপনার উপার্জন নির্ভর করছে আপনি কি কাজ করছেন, কোথায় করছেন, আপনার অভিজ্ঞতা কতটুকু তার উপর।

উপরন্তু একটা দিক থেকে আমি বলবো ফ্রিল্যান্সিং বেশি কঠিন। কারন, শুধু BSc. পাশের সার্টিফিকেট দেখে কেউ আপনাকে একটি চাকরী দিতে পারে যেখানে মাস একটি নির্ধারিত অঙ্কের বেতন নিশ্চিত পাবেন। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটি এমন নয়। এখানে কেউ আপনার সার্টিফিকেট দেখবে না, দেখবে শুধু আপনার অভিজ্ঞতা। চাকরীর মত চেয়ারে বসে থাকলেও মাস শেষে টাকা পাবেন না, কাজ করতে হবে। যতটুকু কাজ, ততটুকু টাকা।

ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠান গুলো নিজেদের স্বার্থে ফ্রিল্যান্সিং এর কাজ গুলোকে এমন ভাবে উপস্থাপন করে যেন এ কাজ গুলো পান্তা ভাত খাওয়ার মতই সোজা। কিন্তু বাস্তবিক চিত্রে দেখা যায় যে, ৪ মাস মেয়াদী ট্রেনিং শুরু হওয়ার দু'মাস পরই ক্লাশের অনেক আসন ফাঁকা হয়ে যায়। যারা ট্রেনিং শেষ না করেই চলে যাচ্ছে, তাদেরকে কারন জিজ্ঞেস করলে বলে "মাথায় কিছুই ঢোকে না, তাই ছেড়ে দিয়েছি"।

ক্লাশ নাইনে উঠার পর যারা বিজ্ঞান সাবজেক্ট নেননি এই ভয়ে যে, বিজ্ঞান অনেক কঠিন বিষয়, আমার মাথায় অত কঠিন কঠিন সূত্র ঢুকবে না, আমি বলবো তাদের ফ্রিল্যান্সিং করার স্বপ্ন ভূলে যাওয়াই ভালো। আমি বলছি না যে বিজ্ঞান ছাড়া অন্য সাবজেক্ট এর কেউ ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে পারবেন না, আমি বলতে চাচ্ছি যে, কঠিন বিষয় শেখার মত সাহস, মেধা, ধৈর্য, সৃজনশীলতা এবং একাগ্রতা থাকলে তবেই ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হোন। বিজ্ঞান যদি আপনার কাছে কঠিন লেগে থাকে, তবে ফ্রিল্যান্সিও আপনার কাছে কঠিনই লাগবে।

(উল্লেখ্য যে, আপনি বিজ্ঞান, ব্যবসায় বা মানবিক যে শাখা থেকেই পাশ করুন না কেন, ফ্রিল্যান্সিং আপনার জন্য উন্মুক্ত। বিজ্ঞানের কথা উল্লেখ করে আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছি যে, বিজ্ঞান যদি আপনার সূত্রের কারনে ভয় লেগে থাকে, তবে ফ্রিল্যান্সিং সেক্টরের যে কোন কাজের (হোক সেটা প্রোগ্রামিং বা ডিজাইনিং বা এসইও) সূত্রই আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। এটি একটি উদাহরন মাত্র।)

এখানে সেখানে বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে ফ্রিল্যান্সিং আসলে কি, এখানে কি ধরনের কাজ পাওয়া যায়, এবং তা কিভাবে করতে হয় সে ব্যাপারে বিস্তারিত সম্যক ধারনা নিন। তারপর সিদ্ধান্ত নি যে আপনি ফ্রিল্যান্সিং করবেন কি না। তবেই ট্রেনিং নিয়ে বছর ধরে চেষ্টা করে এক টাকাও ইনকাম না করতে পারার যন্ত্রণা সহ্য করতে হবে না।

চারদিকে যখন ফ্রিল্যান্সিংয়ের জয় জয়কার, তখন আমি কি সবাইকে ফ্রিল্যান্সিয়ে নিরুঃসাহিত করছি? মোটেই না! আমার উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, এখন আমি যদি সেনাবাহিনীতে চাকরীর স্বপ্ন দেখি, দিন-রাত দৌড়ঝাপ করে প্রস্তুতি নিতে থাকি, সেটা নিশ্চয়ই আমার বোকামি ছাড়া কিছুই না! আবার, আমি সেনাবাহিনীতে চাকরী পাব না তার অর্থ কিন্তু এই নয় যে আমি অন্য কোন চাকরীও পাবো না। আমার জন্য অন্য চাকরীর পথ অবশ্যই আছে, আমি যেটার যোগ্য। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে, যে যেটার যোগ্য তার সেই পথে চলার স্বপ্ন দেখাই ভালো। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখার আগে আরও একবার ভেবে নিন, আপনি এর জন্য উপযুক্ত তো

লেখাটি ফেসবুকে দেখতে পারেন এখানে Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৪

মানুষমানব বলেছেন: ভাই যা বলেছেন, একদম ঠিক বলেছেন। এর বাস্তব উদাহরন হলাম আমি। গত ৪ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখন একটা কাজ পাইনি। বাস্তব জীবনে এখন মাস শেষে ছয় অংকের বেতন পাই কিন্তু অনলাইনে কেউ আজ পর্যন্ত একটা কাজ দিল না।

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৯

তানভির ইসরাক বলেছেন: সবাই তো আর সব কাজের জন্য নয়। একেক জনের কাজের উপযুক্ত জায়গা একেক জায়গায়।

২| ২১ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যক্তিগত সাইট/ ফেসবুক লিংক পোস্ট থেকে দ্রুত সরিয়ে নিন।

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৭

তানভির ইসরাক বলেছেন: Somewhereinblog নীতিমালা,
"৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।"

আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক হলে পোষ্ট সরিয়ে দেয়া হতে পারে। কিন্তু এই লিংকটি আপত্তিকর নয়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.