![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট বৃত্তে নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি। ভালবাসি কাছের প্রিয় মানুষগুলোকে। চাই না তাদের কষ্টের কারণ হতে। তাদের ভালো থাকা আমায় আনন্দ দেয়।
এমন কাউকে ভালবাসবেন না যে আপনার
অনুভূতি নিয়ে খেলা করে।
ভালবাসুন এমন একজনকে যে শুধু
আপনাকে ভালবাসে কিংবা সে ভালবাসতে না পারুক
অন্তত আপনার ভালবাসাটাকে সম্মান দিতে জানবে।
এমন কোনো সম্পর্কে জড়াবেন না যার জন্য
ভালবাসাটাকে ঘৃণার করার মত কথা আপনার মনের
কথা হবে। ভালবাসার মানুষটাকে হয়্ত সঙ্গত
কারণে ঘৃণা করা যায় কিন্তু
ভালবাসাকে কখনো ঘৃণা করবেন না।
কেন পড়ে আছেন কষ্টের ভেড়াজালে?? কেনই
বা অশ্রু ঝরাচ্ছেন কোনো অবুঝ মনের জন্য ???
ছোট্টো এ জীবনটাকে যদি কষ্টের সাগরেই
ভাসিয়ে দেবেন তাহলে কেন এত স্বপ্ন
সাজিয়ে রেখেছেন মনের কোণে??
জীবনটাকে উপভোগ করতে শিখুন।
যে ভালবাসাটাকে সম্মান দিতে জানে না তার আশায়
বসে থেকে কেন আপনাকে নিয়ে দেখা মা-বাবার
স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করছেন ??
আত্নবিশ্বাস রাখুন মনে। অন্যের কষ্টগুলোর
দিকে তাকান ,দেখবেন নিজের কষ্টগুলোকে তুচ্ছ
মনে হবে।
©somewhere in net ltd.