নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট জীবনে কষ্টটাকে বড় করে না দেখে ছোট ছোট সুখগুলোকেই প্রাধান্য দেয়া উচিত।

তানভীর মাহতাব আবীর

ছোট্ট বৃত্তে নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি। ভালবাসি কাছের প্রিয় মানুষগুলোকে। চাই না তাদের কষ্টের কারণ হতে। তাদের ভালো থাকা আমায় আনন্দ দেয়।

তানভীর মাহতাব আবীর › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা মিথ্যে নয়

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ভালবাসা মানে ?

শুভ্রতায় মোড়ানো জীবনের উপকথা। ক্ষণিকের অপূর্ণতায় জীবনের পথভোলা।



ভালবাসা কি?

হ্দয়ের অনুভূতিকে পূর্ণতা দেয়া।

কিংবা জীবনের বৃত্তটাকে রঙিন করা।

কোনো কারণ ছাড়াই কিংবা স্বার্থহীনভাবে কারো মাঝে মিশে যাওয়া। কিংবা প্রিয়মানুষটাকে নিয়ে আবোল তাবোল

লেখা।



এই মন আজ যাকে কাছে আপন করে পেতে চায় সে আমার নয়।

তবু আমি নিজেকে ব্যর্থতার ওই কালো ছায়ার মাঝে হারিয়ে যেতে দেই নি।

কারণ আমি জানি আমার ভালবাসা মিথ্যে নয়।

আমি তাই অপূর্ণ স্বপ্ন দেখেই ব্যর্থতার কালো ছায়াটাকে দূরে সরিয়ে রাখি।

যে বৃত্তের মাঝে তুমি নেই

আমি তোমাকে টেনে আনতে চাই না সেই বৃত্তে।



শুধু জেনে রেখ একদিন তুমি বুঝবে আমার ভালবাসার

গভীরতা কতটুকু ছিল। সেইদিন আমি তোমার কাছে থেকে অনেক দূরের কোনো এক পথের

একলা পথিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.