নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট জীবনে কষ্টটাকে বড় করে না দেখে ছোট ছোট সুখগুলোকেই প্রাধান্য দেয়া উচিত।

তানভীর মাহতাব আবীর

ছোট্ট বৃত্তে নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি। ভালবাসি কাছের প্রিয় মানুষগুলোকে। চাই না তাদের কষ্টের কারণ হতে। তাদের ভালো থাকা আমায় আনন্দ দেয়।

তানভীর মাহতাব আবীর › বিস্তারিত পোস্টঃ

ভাল থেকো তুমি

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ভালবাসা।। চারটি বর্ণের ছোট্ট শব্দটা খুব সহজে উচ্চারণ

করা গেলেও এর ব্যাপকতা অনেক। ছোট ছোট

স্বপ্নের অবুঝ ডানামেলা ,

ছেলেমানুষী আবেগের

ক্লান্তিহীন বহিঃপ্রকাশ কিংবা অনুভূতি ভাগ

করে নেয়ার আড়ালে লুকিয়ে থাকা বন্ধুত্ব....

এটাকেই আমি ভালবাসা বুঝি। ভালবাসার

গন্ডি হয়ত তার থেকেও সীমাহীন।

প্রথম দেখায় তোমাকে অসম্ভব

ভালবেসেছিলাম। আজও

স্মৃতিপটে সেইদিনটি পরিষ্কার হয়ে ভাসে।

হয়ত তুমি ভুলে গেছ। তবে ভালবাসাটা প্রকাশ

করেছিলাম আরও পরে।

তুমি ফিরিয়ে দিয়েছিলে আমাকে।

পাশে থাকতে চেয়েছিলে একজন ভাল বন্ধু

হয়ে। তোমার চাওয়াটাকে প্রাধান্য

দিয়ে পাশে ছিলাম বন্ধু হয়েই।

তবু মাঝে মাঝে খুব থারাপ লাগত যখন কষ্ট

তার সীমা অতিক্রম করত আমি তবু তোমার ভাল

চেয়ে সহ্য করে যেতাম সব।

একটাই সান্ত্বনা ছিল,

তোমাকে সুখী করতে চেয়েছিলাম।

তুমি তো সুখী আছ। হয়ত আমার পৃথিবীতে নয়,

আমার থেকেও অন্য কারো রঙিন পৃথিবীতে। তবু

তুমি আমার নয় জেনেও অনেক

ভালবেসে ফেলেছিলাম তোমাকে।।

মিথ্যে স্বপ্নের

জালে জড়িয়ে আমি বাস্তবতাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম।।

কিন্তু তুমি দূরে সরে গেছ।

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে আমায়

ছাড়া কতটা ভাল আছ তুমি?স্বপ্নগুলো

কেড়ে নেয়ার আগে একটাবারও কেন

ভাবলে না স্বপ্নগুলো সাজানোর সুযোগ

তো তুমিই করে দিয়েছিলে। তাহলে কি সবই

ছিল তোমার ছলনা ??

খুব বিশ্বাস করতে ইচ্ছে করে, সামান্য হলেও

তুমি আমায় ভালবেসেছিলে। কিন্তু

আমি পারি না নির্মম সত্যটাকে ভুলে থাকতে।

আজও ঠিক আগের মতোই ভালবাসি তোমায়।

আমার ভালবাসায় তো কোনো ভুল নেই।

তোমার ভালোর জন্যই আর

কথনো তোমাকে বিরক্ত করব না। আমার

মেসেজের টোন আর তোমার

মোবাইলে বাজবে না। ভাল থেকো তুমি।

সুখে থেকো তোমার ভালবাসার মানুষটার

পৃথিবীতে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.