নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট জীবনে কষ্টটাকে বড় করে না দেখে ছোট ছোট সুখগুলোকেই প্রাধান্য দেয়া উচিত।

তানভীর মাহতাব আবীর

ছোট্ট বৃত্তে নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি। ভালবাসি কাছের প্রিয় মানুষগুলোকে। চাই না তাদের কষ্টের কারণ হতে। তাদের ভালো থাকা আমায় আনন্দ দেয়।

তানভীর মাহতাব আবীর › বিস্তারিত পোস্টঃ

শুধু তুমি

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

তোমায় যতবার দেখি আরও

বেশি দেখতে ইচ্ছে হয়।

সীমানার বাইরে গিয়ে আরও

বেশি ভালবাসতে ইচ্ছে করে। আমি জানি শত

চেষ্টা করেও তোমায়

দূরে সরিয়ে রাখতে পারব না।

আমার নিস্তব্ধ আকাশের ম্লান

আলোতে যদি কেউ

উজ্জ্বলতা ছড়াতে পারে তাহলে সে হচ্ছে তুমি।

তুমি না থাকলে রাতের আধাঁরের মতই

অন্ধকার সেই আকাশ।

আমার সব ভাল লাগা তোমার

মাঝে মিশিয়ে দিয়েছি।

জানি তুমি আমার নয়। তবু তোমার

ছায়া হয়ে থাকি সারাক্ষণ। কিছু

মিথ্যে স্বপ্ন আর ক্ষণিকের

অভিমানগুলো দিয়েই

আজ সাজিয়েছি এ জীবন।

পৃথিবীটাকে এখন আর আগের মত

ভালবাসতে ইচ্ছে করে না। তাই

মাঝে মাঝে সুযোগ

খুঁজি পৃথিবীর কোলাহল

থেকে মুক্তি পাওয়ার।

না ফেরার পথে হারিয়ে গেলেও তোমার

প্রতি ভালবাসা বিন্দুমাত্র কমবে না।

আমি বার বার

ফিরে আসব তোমার কাছে, তোমার সুখ

দেখতে কিংবা তোমার একাকিত্বের

ছায়া হতে।

তুমি একটু অনুভব করলেই

বুঝতে পারবে আমি আছি,

আমি থাকব আজীবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.