![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট বৃত্তে নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি। ভালবাসি কাছের প্রিয় মানুষগুলোকে। চাই না তাদের কষ্টের কারণ হতে। তাদের ভালো থাকা আমায় আনন্দ দেয়।
আমি দেখেছি শাহবাগে
তারুণ্যের জোয়ার...
আমি শুনেছি দৃপ্ত কন্ঠে
নিপাত যাক রাজাকার।
আমি ভয়কে করেছি জয়
মনে রেখে বিশ্বাস..
মাগো তোমার জন্য লড়ব
যতদিন থাকবে নিঃশ্বাস।
আজ ধম কর্ম ভুলে
আছি একটাই দাবীতে,
রাজাকার দেখতে চাই না
আর দেশের মাটিতে।
লক্ষ জনস্রোতে দেখো
মানুষ জেগেছে,
দেশের স্বার্থটাই যে
বড় আমাদের কাছে।
রুখে দাঁড়াবোই আজ
ফাঁসির দাবীতে।
রাজাকারমুক্ত একটা
দেশ চাই পেতে।
হবে হবেই জয়
শেষে আমাদের....
ঘরে ফিরব সেইদিন
ডাকে নতুন ভোরের।
©somewhere in net ltd.