![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট বৃত্তে নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি। ভালবাসি কাছের প্রিয় মানুষগুলোকে। চাই না তাদের কষ্টের কারণ হতে। তাদের ভালো থাকা আমায় আনন্দ দেয়।
বদলে গেছে চারপাশ। কিন্তু আমি আছি সেই
আগের মতো। একটুও কমেনি তোমার
প্রতি ভালবাসা।
আজীবন অকারণ ভালবেসে যাব। আমার
পৃথিবীর বিরাট অংশজুড়ে শুধুই তুমি।
দূরে ঢেলে দিয়ে কেন এত বড়
শাস্তি দিলে তুমি???
আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার??
জানি তুমিও কষ্ট পাও,তবে কেন থাকো দূরে??
আগের মত এখন আর কেউ কোনো কাজে জোর
করে না। কারো ভোরের মেসেজে এখন আর ঘুম
ভাঙ্গে না। তাই আমি জেগে থাকি সারারাত।
কেঁদে যাই ক্লান্তিহীন।
হারিয়ে ফেলেছি তোমাকে। তার
থেকে বাস্তব সত্য
হারিয়ে ফেলেছি নিজেকেই।
অনুভূতিগুলো শেয়ার করার কেউ নেই। আর
কখনো কেউ বাবু বলে ডাকবে না।
সামান্য ভুল
কিংবা জমে থাকা অভিমানে আমার
ভালবাসার প্রতিদান তুমি এভাবে দিলে???
তোমার হাসিটা দেখব বলে আমি আজও
অপেক্ষায় থাকি।
আমি জানি সে হাসিটা আমার সব দুঃখ
ভুলিয়ে দেবে।
আমার প্রতিটিক্ষণ এখন কাটে একটামাত্র
মেসেজের রিংটোনের অপেক্ষায়। অপেক্ষার
বাঁধ ভেঙ্গে যায় তবু আমি অপেক্ষায় থাকি।
তোমার ফিরে আসার অপেক্ষায় কষ্টের
দিনগুলো কেটে যাবে। তোমার বাবু ডাক
মুখে হাসি ফুটাবে।
ভাল থেকো তুমি। জেনে রেখ,
পৃথিবীতে এমন একটা মানুষ আছে যে তোমার
পৃথিবীর সাথে নিজের পৃথিবীটাকে এক
করে ফেলেছে। যার কখনো বিচ্ছেদ ঘটবে না।
অপেক্ষায় থাকলাম.....
©somewhere in net ltd.