নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট জীবনে কষ্টটাকে বড় করে না দেখে ছোট ছোট সুখগুলোকেই প্রাধান্য দেয়া উচিত।

তানভীর মাহতাব আবীর

ছোট্ট বৃত্তে নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি। ভালবাসি কাছের প্রিয় মানুষগুলোকে। চাই না তাদের কষ্টের কারণ হতে। তাদের ভালো থাকা আমায় আনন্দ দেয়।

তানভীর মাহতাব আবীর › বিস্তারিত পোস্টঃ

আমরাই তো বাংলাদেশ

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪

স্বপ্ন দেখি....

কোনো একদিন হঠাত্

বদলে গেছে চিরচেনা চারপাশের সমাজটা।

.

সেইদিন থেকে কোনো ছেলে আর

কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না।

.

আমাদের তরুণদের হাত ধরেই ধর্ষণের

বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠবে।

.

বৃদ্ধ বয়সে কাউকে আর

বৃদ্ধাআশ্রমে যেতে হবে না।

.

ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গণগুলোত

ে চলা দ্বন্দ্ব, সংঘাত বন্ধ হয়ে যাবে।

.

পথ চলতে দেখা পাওয়া টাকার জন্য

পা আকঁড়ে ধরা সেই ছোট্ট

মেয়েটি স্কুলে যাবে।

.

সামান্য কিছু টাকার জন্য কারো জীবনের

পথচলা থেমে থাকবে না।

.... আমি বিশ্বাস করি এমন

হাজারো স্বপ্নগুলো একদিন আলোর মুখ

দেখবেই। আমি, আপনি ...আমরা মিলেই একদিন

স্বপ্নগুলো সত্য করবো।

কারণ,



দেশটা তো আমাদেরই



আমরাই তো বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.