![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am Rashed Sultan Tapu. I am living in dhaka but my home district is Jessore. I love my mother and my country very much.
ভাইগণ সাবধান, নতুন মলম পার্টি ঢুকছে মার্কেটে। নাম হচ্ছে এম এম এস কর্পোরেশন। অফিস বি এন এস টাওয়ারের ১০ তলা, উত্তরা। সেখানে ঢুকলে প্রথমেই দেখবেন হুজুরবৃন্দ বসে আছেন আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্যে। তাদের দাবি এটা হচ্ছে বাংলাদেশী কোম্পানী এবং তারা বিভিন্ন দেশে এই অফিসকে ছড়িয়ে দেবে শিগগীরই। তারা আরো বলছে যে এই অফিসটি বাংলাদেশের একমাত্র ইসলামি শরীয়াত ভিত্তিক এমএলএম কোম্পানী এবং তাদের নিজস্ব শরীয়াহ বোর্ডও রয়েছে। তাদের অফিসের বেশীরভাগই মাদ্রাসা থেকে উচ্চতর (!!!) শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং পাজামা-পাঞ্জাবী-টুপি পরে থাকেন- যদিও তাদের অফিসে লামিয়া নামে একজন এক্সিকিউটিভ বসেন- মোটামুটি পাংখা- যিনি মোটেও ইসলামী পোষাক সম্পন্ন নন।
তাদের মূল প্রোডাক্ট হবে ইলেকট্রনিক্স পণ্য। থাকবে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, আইপডের মতো জিনিস এবং তাদের জিনিস হবে আজীবন ওয়ারেন্টিসম্পন্ন। তারা প্রোডাক্ট তৈরি করছেন চায়না থেকে এবং খুব শিগগীরই তারা বাংলাদেশেই উৎপাদন শুরু করবে। জিজ্ঞাসা করা হলো কোন প্রোডাক্ট তারা স্যাম্পল হিসাবে দেখাতে পারেন কিনা। জবাবে জানানো হলো প্রোডাক্ট এখনও তৈরি হয় নি তবে আগামী মাসের মধ্যেই তৈরি হয়ে দেশে চলে আসবে ইনশাআল্লাহ।
তাদের বিজনেস প্লানের সাথে অন্যান্য এমএলএম-এর তেমন কোন পার্থক্য নেই- তবে ইনোভেটিভ জিনিস হচ্ছে বিজনেস প্লানের মধ্যে ইসলামকে পাঞ্চ করে দেওয়া। মাদ্রাসার সাথে জড়িত ছাত্র-শিক্ষককে যদি টার্গেট করা হয় তাহলে তো কামিয়াবীর কোন সমস্যাই নেই। তাদের অফিসে গতকাল সন্ধ্যায় ১২-১৩ জন এক্সিকিউটিভের দেখা পাওয়া গেল- যারা সবাই হুজুর (ওই মেয়েটা বাদে)। তাদেও এমডি হচ্ছেন মোঃ বদরুল আলম- তিনিও পাজামা-পাঞ্জাবী পরে থাকেন (দাঁড়ি নেই কিন্তু) আর সিসিটিভিতে সারা অফিস-এর কার্যক্রম দেখেন বসে বসে। তিনি এর আগে বাংলাদেশে যতগুলো এমএলএম কোম্পানী এসেছে জিজিএন-নিউওয়ে থেকে অধুনা ডেসটিনি-ইউনিপে পর্যন্ত, তার সবগুলোতেই নাকি জড়িত ছিলেন।
আজীবন ওয়ারেন্টি বিষয়ে একটা অদ্ভুত তথ্য পাওয়া গেল একজন এক্সিকিউটিভের (অবশ্যই হুজুর) কাছ থেকে যে ডেল কোম্পানী তো আজীবন ওয়ারেন্টি দেয়- কেন তারা দিতে পারবে না? ঢাকার আইডিবি ভবনের তিনতলাতে নাকি একটা দোকান আছে (দোকানের নামটা পরে জানাবেন বলেছেন) তারা নাকি ডেল-এর প্রোডাক্টের ক্ষেত্রে আজীবন ফ্রি ওয়ারেন্টি দেয়। অবশ্য তার আগে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ডেল কোম্পানীর নাম শুনেছি কিনা।
তাদের একখানা ওয়েব সাইটও আছে- (http://www.mmscorporation.net)তাদের দাবি গুগল বা অন্যান্য সবগুলো সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজলেই তাদের কোম্পানীকে পাওয়া যাবে যদিও আমি তা পাইনি।
তো এবার হাত ধুয়ে বসে যান ভাইলোগ। এখন তো পাচ্ছেন সম্পূর্ণ হালাল এমএলএম। দো-জাহানের অশেষ নেকী আর হালাল উপার্জনের পথ এখন আপনার সামনে খোলা।
তবে ভাইজান একটা কথা- শরীয়াহ বোর্ডের যিনি চেয়ারম্যান- তিনিও একজন হুজুর বটে- তার সাথে দেখা হয়ে গেলে একটু দূরে দূরে থাকবেন। উনি আপনাকে পাশের চেয়ারে বসতে অনুরোধ করবেন- তাও আপনার হাত ধরে হ্যান্ডশেক করতে করতে- আপনার হাত কচলাতে কচলাতে। তিনি এক পর্যায়ে এমডির সাথে আপনাকে দেখা করাতে নিয়ে যাবেনই যাবেন- সেটাও আপনার হাত ধরে- হাত কচলাতে কচলাতে। কথা শেষে বেরিয়ে আসবেন? আপনাকে উনি বিনম্র আমন্ত্রণ জানাবেন উনার বাসায় যেতে- উনার বাসা নাকি পাশেই- ”একটু আমার বাসায় বেড়াবেন- চলুন না আজকে”- ওই সময় নিজেকে কেন যেন MSM (male who have sex with male) মনে হয়। এইটাই যা সমস্যা। তবে ট্যাকল করে নিয়েন আর ওদের সাথে একাত্মতা ঘোষণা করলে সেটুকুতে আর সমস্যা কি?
গিয়েছিলাম আমার এক বন্ধুর পাল্লায় পড়ে এবং আগে থেকে কিছু না জেনেই। তারপরে বন্ধুত্বই বুঝি আর থাকে না।
২| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: কালে কালে আর কত দেখব....
সব এমএলএম থেকে দুরে থাকুন।
নিজ অভিজ্ঞতা থেকে বলছি।
২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১২
রােশদ সুলতান তপু বলেছেন: ভাই- আপনি একবার যান না, আপনার অভিজ্ঞতায় না হয় আরো একটা পালক যোগ হবে। ঠিকানা হচ্ছে উত্তরা আজমপুর আর হাউজ বিল্ডিং-এর মাঝখানে বি এনএস টাওয়ার। ঢাকার দিক থেকে গেলে হাতের বামেই পড়বে।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০২
এক মুসাফির বলেছেন: বাংলাদেশের প্রায়ই ব্যাংক তো ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
ইসলামের গুন দেখে তারা বসে থাকবেন কেন?
২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১১
রােশদ সুলতান তপু বলেছেন: হ্যাঁ-ইসলাম এখন একটা ফ্লেভারের কাজ করছে। স্ট্যান্ডার্ড চাটার্ডের মতো একটা খৃষ্টান ব্যাংকও এখন ইসলামের ভেক ধরেছে। আর ছোটবেলাতে যেসব বই ছিল ক্লাসগুলোতে সেগুলোতে অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস ছিল। কিন্তু ইসলামিক অর্থনীতি, ইসলামিক পৌরনীতি এইরকম কোন সাবজেক্ট পাইনি। কিন্তু এখন ব্যাংকগুলো চলে ইসলামিক অর্থনীতিতে।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৮
সোহরাব সুমন বলেছেন: মলমপার্টির শয়তানি আর যন্ত্রণা কবে যে শেষ হইবো ........................
৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৮
ঘুমন্ত আমি বলেছেন: হা হা হা লাস্টের তিন চালন এ যা বলেছেন !
৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫১
শোয়াইব আহেমদ বলেছেন: তো কত দিনে তারা টাকা ডবল করে দিবে সেটা যদি বলতেন তাহলে জাতির বিরাট উপকার হইত :-< :-< :-< :-< :-< :-< :-<
২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৮
রােশদ সুলতান তপু বলেছেন: সেটা বলতে পারছিনা- তবে একটা ফর্মূলার কথা বলতে পারি। তাদের যে কোন একটা পণ্য যদি আমি কিনি (দাম ৭০০০ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে) এবং সেটা যদি আমি না নিয়ে আবার কোম্পানীকেই ফেরত দেই তাহলে সেটার বাবদে তারা ডবল টাকা দেবে (অর্থাৎ ১ টাকার পণ্য ২ টাকা)।কিন্তু সেটা দেবে ২০০ দিন ধরে প্রতিদিন ১% হারে। সেটা আপনার বিজনেস একাউন্টে জমা হবে- সেটা আবার একটা নির্দিষ্ট এমাউন্ট হলে তাদের ব্যাংক একাউন্টে যাবে-সেখান থেকে আপনাকে ক্যাশ করাতে হবে- সম্পূর্ণটাই হবে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে- এইসব হেন তেন। জীবনে এই প্রথম কোন হুজুরের সাথে এতটা সময় কাটাতে হলো।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০১
দরিয়ানগর বলেছেন: সম্পূর্ণ নতুন এবং হালাল মলম (MLM) পার্টি আসতেছে বাংলাদেশে।
সব এমএলএম থেকে দুরে থাকুন।
বাংলাদেশের প্রায়ই ব্যাংক তো ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
ইসলামের গুন দেখে তারা বসে থাকবেন কেন?
হে খোদা আমাডের কে বাচাও।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৫
মদন বলেছেন: দলে দলে শামিল হোন, দোজাহানে ধরা খান
৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৩
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এদের হোমপেজেই তো পিরামিডের ছবি, তিনকোনা।
আমার এক্সপেরিয়েন্স পইড়া দেখতে পারেন
২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৪
রােশদ সুলতান তপু বলেছেন: হাঃ হাঃ হাঃ- আপনার অভিজ্ঞতার তুলনায় আমার অভিজ্ঞতা নিতান্তই নস্যি
১০| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৫
ডিগবাজি বলেছেন: এরা সম্ভবত আমাদের সময় মার্কা পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে। এদের কাছে টাকা জমা করে নির্দিষ্ট পরিমাণ টাকা হলে কম্পিউটার সাপ্লাই করবে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬
টুনা বলেছেন: বাইচা গেলেন!