নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

২১ তুমি ম্লান হবে না কোনদিনও জানি প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চির ভাস্কর হয়ে থাকবে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

আপন মায়ের মুখের বুলি,কেমন করে ভুলি,
জারি সারি ভাটিয়ালি নকশি কাথার গান
এসব তোমার বাংলার ভাষার অমুল্য উপাদান।......
বলতে গেলে বর্তমান বাংলায় জারি সারি, ভাটিয়ালি আর নকশি কাথার গান বাংলা ভাষার একসময় মুল্যবান উপদান থাকলেও বর্তমানে বাংলার মানুষের মুখে ঐ ধরনের ভুলি আর নাই. আমরা ক্রমান্বয়ে অণুসারিত হচ্ছি বিদেশী সংস্কৃতির দিকে। পোশাক আশাকেতো আমরা এক রকম হাফ বিদেশি হয়ে গেলাম.. ভাষাগত দিক দিয়েও একি রকম প্রকাশ পায়। একটু লক্ষ্য করলে দেখা যায় বর্তমান শিক্ষিত যুব সমাজের সাথে দুই চার লাইন কথা বললে দেখা যাবে যে তার মধ্যে মিশ্রিত হচ্ছে বিভিন্ন ভাষা, বিশেষ করে ইংরেজী.. কথার প্রসঙ্গেই আমরা বর্তমানে ইংরেজীকে প্রাধন্য দিচ্ছি..মিশ্রিত ভাষার জন্যইকী 21 ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয়?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ভাষা দিবসের শুভেচ্ছা জানবেন ভাই

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাই, আমি কিন্তু মোটেও লিখতে পারিনা. ব্লগে শুধু আসি প্রিয় ব্লগারদের পোষ্টগুলো পড়তে যার মধ্যে আপনিও একজন

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


যারা ভাষা আন্দোলন করেছিলেন, তারা ইংরেজ আমল দেখেছিলেন, আসল ইংরেজী দেখেছিলেন; ইংরেজী না জানার কারণে চাকুরী পায়নি তেমন মানুষ দেখেছিলেন।

এখনও ইংরেজী জানা লোকদের চাকুরী বেশী হচ্ছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

তারেক ফাহিম বলেছেন: একেবারে বাস্তব কথা বলছেন ভাই। যার কারণে এক প্রকারের সুসীল সমাজ স্থান দেখে বাংলাকে রিতিমতি ইতিবাচক চোখে দেখে। যা বাংলিশ নামে পরিচিত আমার কাছে মনে হচ্ছে

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

টুনটুনি০৪ বলেছেন: ভাল পোষ্ট।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলা ভাষা নিয়ে একটা ভাল প্রশন রেখে গেলেন। এর উত্তর আমাদেরকেই খুঁজে বের করতে হবে।
আমাদের মধ্যে বেশীরভাগ লোকই এখন না শুদ্ধ বাংলা, না শুদ্ধ ইংরেজীতে নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারে।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়,

আপনার প্রেরনাতে সামুতে আজও টিকে আছি।

এত পুরাতন পোষ্টে আপনার দৃষ্টি পড়লো দেখে সত্যি বিষ্মিত হচ্ছি।

অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.