নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

জিমেইল দিয়ে হারানো ফোন উদ্ধারের উপায়

০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১৩

ফোন হারিয়ে গেছে? তা নিয়ে আবার দুশ্চিন্তাও করছেন? স্বাভাবিক। কিন্তু প্রযুক্তির এই যুগে ওই দুশ্চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না, যদি কিছু কৌশল জানা থাকে। গুগলের ক্রোম ব্রাউজার আর তার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে চোখের পলকে আপনি আপনার মোবাইলটি খুঁজে পেতে পারেন!
কম্পিউটার অন করে গুগলে ব্রাউজার ওপেন করুন। তারপর জিমেইল দিয়ে লগইন করুন।
যে জিমেইল দিয়ে আপনার ফোনের গুগল অ্যাকাউন্ট খোলা সেটি ব্যবহার করতে হবে। এরপর আপনার প্রোফাইল আইকনে (যেখানে প্রোফাইল ছবি দেওয়া থাকে) ক্লিক করুন। সেখানে Google Account নামের একটি অপশন পাবেন। ওখানে ক্লিক করুন। এবার কম্পিউটারের বাঁ দিকে তাকান। ‘Security’ অপশন পাবেন। এখানে ক্লিক করে নিচের দিকে নামুন।
নিচে ‘Your devices’ নামের একটি অপশন পাবেন। এই অপশনের নিচের দিকে ‘Find a lost or stolen phone’ অপশন পাবেন।
ওখানে ক্লিক করলে যে ফোন দিয়ে আপনি জিমেইলটি ব্যবহার করেন, সেই ফোনের নাম আসবে। ফোনের নামের ওপর ক্লিক করলে আরেকবার আপনার জিমেইল পাসওয়ার্ড চাইবে গুগল। পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর ফোনের নামের ডানপাশে ‘Ring’ এবং ‘locate’ অপশন পাবেন। Ring’এ ক্লিক করলে আপনার ফোনে গুগল কল করবে! আর locate’এ ক্লিক করলে আপনার ফোনের বর্তমান অবস্থান জানিয়ে দেবে!
চমকপ্রদ এই কৌশলে সফল হতে হলে একটি বিষয় নিশ্চিত হতে হবে। আপনার হারিয়ে যাওয়া ফোনে নেট চালু থাকতে হবে। যদি নেট বন্ধ থাকে, তবুও হতাশ হওয়ার কিছু নেই। কারণ আপনার ফোনটি চুরি হয়ে গেলে কিংবা অন্য কেউ কুড়িয়ে পেলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো সময় নেট অন করবে। তখন আপনি ফোনের সর্বশেষ অবস্থান জানতে পারবেন।
এখানে আরেকটি বিষয়, যখন আপনি গুগলের মাধ্যমে ফোনটি খুঁজছেন, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে নেট অন থাকলে লোকেশন দেখানোর সময় গুগলের আইকন সবুজ হয়ে যাবে। ওই সময় নেট অফ থাকলে সর্বশেষ অবস্থান দেখাবে, আর আইকন হবে ধূসর।
লোকেশন অফ থাকলেও ফোন কোন এলাকায় আছে, সেটি আপনি দেখতে পাবেন। আর লোকেশন অন থাকলে গুগল ম্যাপের সাহায্যে একদম সঠিক অবস্থানে চলে যেতে পারবেন।
ফোন যদি আপনার ঘরের ভেতর কোথাও হারিয়ে যায়, তাহলে আপনি Ring অপশনে ক্লিক করতে পারেন। ফোন সাইলেন্ট মোডে থাকলেও রিং বাজবে!

.................. ফেবু থেকে সংগ্রহিত।

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২১

মুক্তা নীল বলেছেন:
প্রয়োজনীয় ও দরকারী পোস্ট । জিমেইল দিয়ে এভাবে
ফোন খুঁজে পাওয়া যায় তা জানতাম না ।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

তারেক ফাহিম বলেছেন: জ্বি, ধন্যবাদ আপনাকেও মুল্যয়ন করার জন্য।

২| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ প্রয়োজনীয় একটা পোস্ট
প্রিয়তে রাখলাম

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপি,

শেয়ারকৃত পোষ্টটিতে মন্তব্য ও সিন্ধুক বন্দি দেথে ভাল্লাগছে ;)

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো পোস্ট। ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

তারেক ফাহিম বলেছেন: পাঠ ও মন্তব্যে আপনাকেও ধন্যবাদ, সু প্রিয়।

৪| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: একটা জিনিস হারিয়ে গেলে আর পাওয়া যায় না। তবে যদি ক্ষমতাবান কেউ চায় তাহলে সম্ভব।

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

তারেক ফাহিম বলেছেন: জ্বি, আত্মমর্যাদা।

ধন্যবাদ।

৫| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৪

বলেছেন: ফোন রিসেট করে দিলে কি পুনরায় পাওয়া সম্ভব??

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

তারেক ফাহিম বলেছেন: হারানো ফোন বন্ধ কিংবা লোকেশান অফ থাকলে কাজ হবে না।


ফোন রিসেট করে দিলে কি পুনরায় পাওয়া সম্ভব

না, হারিয়ে যাওয়া ফোনটিতে সংযুক্ত জিমেইলদিয়ে কাজ হয়, ফোন রিসেট হলেতো সব................।

৬| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভালো পোষ্ট; কিন্তু সমস্যা হচ্ছে হুদাই প্যাচপনো হয়েছে! ব্রাউজার ওপেন করে http://google.com এ গিয়ে লিখুন find my android phone। সার্চ রেজাল্টের প্রথমেই ম্যাপ আসবে; তার নিচের দিকে ডিভাইস সিলেক্ট করে Ring বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে!

হুদাই জিমেইল < একাউন্টস < সিকিউরিটি < ইউর ডিভাইসেস...... ব্লা ব্লা ব্লা করার কি দরকার?

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

তারেক ফাহিম বলেছেন: পন্ডিততো আর সবাই নয়।


ব্লা ব্লা ব্লা করার পরই কিন্তু আপনার মু্খ থেকে সলিউশন পেলাম।

সামু, আমাদের বিদ্যালয়, ব্লগার আমাদের শিক্ষক।সমস্যা হল মাঝের মধ্যে আক্রমান্তক হয়ে উঠে অনেক শিক্ষক-ই X((

৭| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৩

রিদওয়ান হাসান বলেছেন: জিমেইল দিয়ে মোবাইল উদ্ধারের জন্য পূর্বশর্ত হলো, আপনার জিমেইল হারিয়ে যাওয়া মোবাইলটিতে এক্সেস থাকা। দ্বিতীয়ত, ইন্টারনেট সংযোগ থাকা।

কথা হলো, এই পদ্ধতিটি মোবাইল ভুলে কোথাও ফেলে এসেছেন বা ঘরের চিপাচাপায় পড়ে গেলে কার্যকরী। নয়ত সিংহভাগ সময় মোবাইল অন্য কারোর হাতে গেলে সুইচ অফ করে দেয়। এক্ষেত্রে এই পদ্ধতিটি নিস্ক্রীয়। এখন আপনি যেটা করতে পারেন, জিমেইল দ্বারা আপনার মোবাইল সমস্ত ডাটাবেট ডিলেট করে দিতে পারেন এবং লস্ট মুড একটিভ করে দিতে পারেন। যদিও এতে আপনার মোবাইল ফেরৎ পাবেন না। কিন্তু অন্য লোক আপনার জরুরি নথিপত্র দেখতে পারবে না।

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

তারেক ফাহিম বলেছেন:
বর্তমান যুগে নেট ব্যাপার না। হারিয়ে যাওয়া মোবাইলটি অন থাকা এবং জিমেইল এক্সেস থাকা জরুরী।

পরবর্তীতে যা বলছেন তা অবশ্যই শিক্ষনিয়।


ধন্যবাদ মন্তব্যে।

৮| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর পোস্ট। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৩

তারেক ফাহিম বলেছেন: মুল্যয়নে আপনাকেও ধন্যবাদ সুপ্রিয়।

৯| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: খুবই প্রয়োজনীয় তথ্য। প্রিয়তে রাখছি এটি জরুরী। ধন্যবাদ। আবারো ধন্যবাদ জানাচ্ছি।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, প্রিয়।

১০| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্, কপি হলেও কাজের পোস্ট।

ঋণাত্মক শূণ্যের টিপসটা বেটার। লিংক দিলাম-
Find My Device - Google
https://www.google.com/android/find

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

তারেক ফাহিম বলেছেন: জ্বি, কাজের বলেই কপি মারলাম :P

হুম ঋণাত্মক শূণ্যের টিপসট বেটার।

ধন্যবাদ।

১১| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৯

অন্তরা রহমান বলেছেন: খুবই জরুরি পোস্ট। আমার আবার ফোন হারানো হবির মতন। তাই সোজা প্রিয়তে।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪২

তারেক ফাহিম বলেছেন: আমার আবার ফোন হারানো হবির মতন :((

প্রিয়তে রাখলেন জেনে ভালো লাগছে।

পোষ্টটি মুল্যয়নে ধন্যবাদ।

১২| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৪

আনমোনা বলেছেন: দরকারি তথ্য। ট্রাই করে পরে জানাব কি হলো।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৩

তারেক ফাহিম বলেছেন: জ্বি, আমি নিজেও পরীক্ষা করে দেখলাম।

লোকেশানসহ দেখায়।

মন্তব্যে ধন্যবাদ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩৬

আরোগ্য বলেছেন: আমিও প্রিয়তে রাখলাম

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৩

তারেক ফাহিম বলেছেন: জ্বি, ধন্যবাদ, সুপ্রিয়।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪০

আনমোনা বলেছেন: কাজ করেছে!!! :)

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৪

তারেক ফাহিম বলেছেন: জ্বি, পরীক্ষিত।

আমি নিজেরটাতে পরীক্ষা করে লোকেশান দেখে নিলাম।

মন্তব্যে ধন্যবাদ।

১৫| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৬

নজসু বলেছেন:




কেমন আছেন ফাহিম ভাই?
ব্লগে আসবো আসবো করে আসা হচ্ছিলো না।
অনেকদিন পর আজকে আসলাম।

আপনার তথ্যমূলক পোষ্টটায় খুব উপকার হবে।
ভালো থাকবেন।

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১২

তারেক ফাহিম বলেছেন: আমি ভালো আছি, প্রিয় ভাই।

আপনিও নিশ্চয় স্বপরিবারে ভালো আছেন।

আমিও ঠিকমত আসতে পারি না।
বিলম্বে উত্তরদানে দুঃখিত।

পোষ্টটিকে মুল্যয়ন করায় ধন্যবাদ।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২০

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ তো! খুবই উপকারী তথ্য পাওয়া গেল এখানে।
প্লাস + এবং "প্রিয়"তে।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

প্লাসে ভালো লাগলো।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫২

তারেক ফাহিম বলেছেন:
মন্তব্যে ধন্যবাদ।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: আমার ফোন অবশ্য জীবনেও হারায়নি।

যে প্রটেকশনে থাকি এবং রাখি......

তবুও প্রিয়তে রাখলাম।

কারও ফোন হারিয়ে গেলে আমি তাকে ফোন খুঁজে তাক লাগিয়ে দেবো হা হা

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

তারেক ফাহিম বলেছেন: আমার পোষ্টে আপনার উপস্থিতিতে দেখ সত্যি ভালো লাগছে।



পোষ্টটি মুল্যয়ন করায় কৃতজ্ঞ।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় ফাহিম,

বর্ষার বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথায় ডুব দিয়েছ ?
অনেক দিন তোমার দেখা নেই, লেখা নেই, পোস্ট নেই ?

ভাল থেক

ইতি

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

তারেক ফাহিম বলেছেন: সুপ্রিয় স্যার।

আমি ভালো আছি,
ব্যস্ততায় সময় করতে পারিনি।
আর লেখা-লেখি অাবার শিখতে হবে মনে হচ্ছে।

শত ব্যস্ততার মাঝেও কুশল জানতে চাওয়ায় কৃতজ্ঞ।

আশা করছি- আপনিও ভালো আছেন।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক তোমার সংবাদ পাইয়া খুশি হইয়াছি।
উদানিং ব্যস্ততা আকরাইয়া ধরিয়াছে তোমার মত আমাকেও।
তবুও মাসুতে ঢু মারতে হয় নইলে মন খারাপ হইয়া যায়।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০

তারেক ফাহিম বলেছেন: আমি বহু চেষ্টা করে আজ হঠাৎ করেই ঢুকতে পারলাম।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উপকারি বটে।

আছেন তো মনে হয় ভালো!


সবাই তার হারিয়ে যাওয়া প্রেমিকার সঠিক সন্ধান পাক ;)

২৩ শে মে, ২০২০ দুপুর ১:২৯

তারেক ফাহিম বলেছেন: দুঃখ প্রকাশ করছি, প্রতিত্ত্যরে বিলম্বের কারনে।


সবাই তার হারিয়ে যাওয়া প্রেমিকার সঠিক সন্ধান পাক ;)

সেটাই।

২২| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:৪৫

পদ্মপুকুর বলেছেন: ভাইরে ভাই! আপ্নে আমাদের দেশের মোবাইল চোরদের এখনও চিন্তে পারেন্নি। ফোন চুরি করে সোজা গুলিস্তানে চলে যায়, তারপর ক্যাম্নে ক্যাম্নে জানি আইএমই নাম্বার বদ্লায় ফেলে। ব্যস! আপনার ফোন হয়ে গেল তার। জিমেইলের বাপেরও আর সাধ্য নাই যে ওই ফোন ট্রেস করতে পারে.....

আমার খুব পছন্দের একটা ফোন পিক পকেট হইছিলো বছর দুই আগে। জিমেইল, ইমেইল, শুধুমেইল, আইনশৃংখলা রক্ষাকারী বাহনিীর সার্ভেল্যান্সে দিয়েও কোনো ফল পাওয়া যায় নি.... এখনও মাঝে মাঝে জিমেইল লোকেট ইয়োর ফোন বাটন চেপে দেখি, কোনো কাজ হয় না!!!

তবে কোনো অ্যামেচারের হাতে পড়লে আপনার এই ফিচার ব্যবহার করে লোকেট করা সম্ভব।

৩০ শে মে, ২০২০ দুপুর ১২:২৭

তারেক ফাহিম বলেছেন: আসলেই এখনকার মোবাইল চোর সবাই প্রশিক্ষণপ্রাপ্ত বটে।

জিমেইল-ইমেইল-ফিমেইল, এমনকি এনিমেল দিয়েও কাজ হয় না B-)

মন্তব্যে ধন্যবাদ।

২৩| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: একটি মন্তব্যে লিখেছেন - শেয়ারকৃত পোষ্টটিতে মন্তব্য ও সিন্ধুক বন্দি দেথে ভাল্লাগছে
আসলে এত জরুরী জিনিস শেয়ার করেছেন যে আমাকেও লাইক দিতে হলো। :) থ্যাংকস ফর দ্যা পোস্ট।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০১

তারেক ফাহিম বলেছেন: আসলে এত জরুরী জিনিস শেয়ার করেছেন যে আমাকেও লাইক দিতে হলো। :) থ্যাংকস ফর দ্যা পোস্ট

মুল্যয়ন করার জন্য ধন্যবাদ।

মন্তব্যে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.