![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে টুকিটাকি লেখার চেষ্টা করি। অন্যের লেখা পড়তে ভালো লাগে।
আমি ভালোবাসার ব্যবসা করবো। ভালোবাসার গোল গোল পুরিয়া বানিয়ে বিক্রি করবো বাজারে। প্রতিটি পুরিয়া দশ টাকা পিস।
সিগারেটের প্যাকেটের গায়ে যেমন লেখা থাকে, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর; আমার ভালোবাসার পুরিয়ার গায়েও তেমনি কিছু সতর্কতা বাণী লেখা থাকবে।
এই ভালোবাসা খেলে, ভাতের ক্ষুধা কমে যাবে। খাওয়ার পরে বমি বমি ভাব হবে। রাতে বিছানায় শুয়ে ছটফট করবেন, কিন্তু ঘুম আসবে না। নিশ্বাস বন্ধ হয়ে আসবে।
ভার্সিটির স্যারেদের লেকচার অসহ্য মনে হবে। বন্ধুবান্ধবদের সাথে ঠাট্টা করার সময় মুখে হাসি থাকবে না। অকারনে মন খারাপ হয়ে যাবে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে।
আমার এই ভালোবাসার পুরিয়া খেলে, মাঝেমাঝে আপনার আত্মহত্যা করতে ইচ্ছে হবে। একটামাত্র পুরিয়া খেয়ে সেদিন রাতেই আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। শুধু পাশের রুমে শুয়ে থাকা আম্মার কথা চিন্তা করে আত্মহত্যা করতে পারি নি। তবে, আত্মহত্যার ইচ্ছেটা এখনও আছে।
মাত্র কিছুদিন আগেও কতো ভালো ছিলাম আমি। মাহামুদ ভাইয়ের রুমে বসে চুটিয়ে আড্ডা দিতাম। আজিম বাষট্টি শব্দটা ঠিকমতো উচ্চারণ করতে পারে না। বলে "বায়ষট্টি"। এই তুচ্ছ বিষয় নিয়েও কতো হাসাহাসি করতাম। কতো আনন্দেই না দিন কাটছিলো।
হঠাৎ করে এক পুরিয়া ভালোবাসা খেয়ে ফেললাম। খাওয়ার আগে আজিম বারবার নিষেধ করছিলো। তারপরেও খেলাম। ভালো বন্ধুর কথা আর কয়জনে শোনে...???
পরিণাম হাতে নাতে পেয়েছি। রাতে ভালো ঘুম হয় না। আজ সকালে খাওয়ার পরে হরকর করে বমি করতে যাচ্ছিলাম। মাহামুদ ভাই বললো, "তরিকুল, তুমি ডাক্তার দেখাও না কেনো...???"
আমি তাই ভাবি, ইসস যদি ভালোবাসার রোগের কোনো ডাক্তারি চিকিৎসা পাওয়া যেতো। আমার যে শরীর নয় আত্মা মারা যাচ্ছে।
আমার ভালোবাসার পুরিয়ার গায়ে সতর্কতা হিসেবে লেখা থাকবে, "এখানে মৃত্যু বিক্রি করা হয়।"
প্রতিটি পুরিয়া দশ টাকা পিস। প্রাপ্তিস্থান- "নীলিমা এন্টারপ্রাইজ।" [প্রতিটি সমাধিসৌধের পাশে খোঁজ নিলেই পাবেন।]
১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৭
তরিকুল ইসলাম শোভন বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৬
রক্তিম দিগন্ত বলেছেন:
হাহাহা!!
সেই বুদ্ধি!!
১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১০
তরিকুল ইসলাম শোভন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৯
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ভালই লিখেছেন।