![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তর্হিত সংস্রাব
দুনিয়াটা কতই না রঙিন! রঙের কারখানা।সবাই নিজেদের মত করে রঙ বেছে নিয়ে হাতড়ে বেড়াছে সাদা-কালোর ক্যানভাসে,ক্যানভাসের সাথে জীবনের জুড়ি দিয়ে রাঙাতে চাইছে জীবনের ক্যানভাস
আচ্ছা,জীবনটা কি কেবলই রঙ ছড়ানোর খেলা?
আমার তো তাই মনে হয়।
প্রকৃতির খেলা হয় কেবলই সাদা-কালোর রঙে;সাদা কালোর ক্যানভাস!
এখানেই শুরু হয় সাদা টাকে রঙধনুর মত ছড়িয়ে দেয়ার খেলা আর কালো টাকে সাদার আশ্রয়ে ফুটিয়ে তোলা।
কেউ কেউ প্রেমের মাঝে সাদামাটা জীবনে ভালোবাসার লাল রঙ খুঁজতে যায়।প্রেমের ধূসর রঙে ভালোবাসার লাল রঙের ছোঁয়াটা খুবই দরকার।লাল না থাকলে প্রেমটা প্রেমই থাকে যায়;দুইপক্ষের কোন এক পক্ষ হয়তো এতে নীল রঙ খুঁজে পায় আর কেউ পায় আসমানী। এই নীল রঙটা বিষের, আর আসমানীটা ভালো লাগার।
কেউ পস্তায় নীল রঙের কারনে আবার কেউ প্রেম-প্রেম খেলায় মেতে ওঠে আসমানী-র কারনে।
যে পস্তায় তার ক্যানভাসটা তখন শুধু কালো রঙের হয়,ক্যানভাসে নীল রঙটা বাকি রঙগুলো ছাপিয়ে যায়। এই পস্তানো মানুষটার আর অন্য রঙ চোখে পড়ে না_হয়তো কিছু সময়ের জন্য অথবা কারো ক্ষেত্রে সারাজীবনের জন্য।
আর যে আসমানীতে মেতে ওঠে তার রঙ ও ধীরে ধীরে গাঢ় হয়ে নীল হয়; জীবনের কোন না কোন প্রান্তে কিছু মুহূর্তের জন্য হলেও আসমানী রঙ গাঢ় হয়,তখন এর ক্যানভাস ও কালো হয়।
কেউ কেউ সবুজের খোঁজে জীবন পার করে দেয়,আর কেউ কেউ হলুদ রঙের খোঁজে।
ফলে কেউ হয় জীবনান্দ আর কেউ হয় হিমু।জীবনান্দ হোক বা হিমু,তাদের ক্যানভাসটা যতদিন না কালো হয় ততদিন কেউই জীবনান্দ হয় না,কেউ হিমু হয় না।
কারো কারো জীবন বেগুনী রঙে ঠাসা থাকে। এরা সাদা-কালো ক্যানভাসে রঙের খেয়াল রাখে না,কেবল ক্যানভাসটা গুছাতেই ব্যস্ত। এদের অজানাতেই ক্যানভাসটা রঙহীন হয়ে পড়ে থাকে,ধূসর হয়ে যায় ধীরে ধীরে।
বর্তমানে বেগুনী রঙটার পাশাপাশি কমলা রঙের ও চল।
সাদা বা কালো কোন রঙই স্থায়ী হয় না কমলা রঙের ক্যানভাসে। এই রঙের মানুষগুলো নিজের রঙেই রাঙিয়ে রাখে নিজেকে,অন্য রঙের স্পর্শে আরেকটু রঙিন তারা হতে চায় না,চাইলেও সেটা স্থায়ী।তাদের ক্যানভাসে কেবলই কমলা রঙের স্থান। এদের অধিকাংশই মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস রাখে না,অথবা 'যা হবার হবে' তে বিশ্বাসী।
আমরা ভুল করি, আমরা অনেকগুলো রঙ নিয়ে ক্যানভাসে খেলতে চাই,ফলে নীল রঙে নিজেই রঞ্জিত হই।
তবে জীবনের শেষ ধাপে কেবল লাল,সবুজ আর হলুদে রঞ্জিত মানুষগুলো ছাড়া সবাই নীল রঙে ডুবে,কেউ উঠতে পারে আর কেউ না উঠতে পেরে ক্যানভাসই ছেড়ে দেয়,তখনো ক্যানভাসে রঙ থাকে,তবে কালো রঙের আভায় সেই রঙগুলো স্পষ্ট হয় না আর।
ক্যানভাস প্রথমে থাকে সাদা আর শেষে হয় কালো।
এই তো রঙের খেলা শেষ!
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রেমিক মন থেকে এমন অনেক কথা বেরোয় যা পড়ে আমাদের মতো অবোধ লোকেরা কি বলি কি বিলি করে মাথা চুলকায়।
০২ রা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৭
তারুবীর বলেছেন: যা মনে আসে,মাথায় ঘুরে-লিখে ফেলি।ভাবি নাহ !
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কঠিন কঠিন কথা।