নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা এপ্রোন গায়ে চাপানো এক স্বপ্নালু আদম- যে ঘুমিয়ে স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখতে দেখতেই ঘুমায় ।

তারুবীর

অন্তর্হিত সংস্রাব

তারুবীর › বিস্তারিত পোস্টঃ

\'তুমি আমার\'

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৪



তুমি আমার,
রিক্ত বুকের জড়া কাটানো নব রবি'র দীপ্তি
দু'বেলাতে দু'মুঠো ভাত হাতে মাখানোর তৃপ্তি।

তুমি আমার,
চায়ের চুমুকে পাখি ডাকা ছুটির সকাল
গোধূলি লগ্নে রাখালের বাঁশিতে করুণ ক্লান্তির আকাল।

তুমি আমার,
উদাম গায়ে সাঁকোর নিচে নির্ভয় লাফ
দেহ বাঁচান কল্পে কোন খুঁটিনাটি পাপ।

তুমি আমার,
রেল লাইনের ঝক্ঝকে রোদ
নেশার তোড়ে এক হ্রদয়ভাঙার আত্ম প্রমোদ।

তুমি আমার,
মেঘ কাটিয়ে উঠোনে ধান শুকানোর রোদ
খরা'র দিনে ফসলের মাঠে বাদলের শোধ।

তুমি আমার,
মায়ের ভাষায় প্রথম কথা বলা
সবুজ ধারের পথ মাড়িয়ে বহুদূর চলা।

তুমি আমার,
নির্ঘুম রাতে সঙ্গী কোন কবিতায় ঠাঁসা বই
শীত প্রহরে ভাঙা রসুইয়ে গৃহীণির ভাজা খই।

তুমি আমার,
অবেলায় ঘুমের আরাম
অদ্য রাতে নতুন করে তারা গোনার ব্যারাম।

তুমি আমার,
কড়া পড়া হাতে কপালের কালো ঘাম
রণ ময়দানে স্বাধীনতার তরে বীরের সমর প্রণাম।

তুমি আমার,
আনমনে স্বপ্ন দেখার সাধ
নিশীথে স্মৃতি আষ্ফালনে নিদ্রার বাধ।

তুমি আমার,
টিনের চালে বৃষ্টির সুর
বহুকালে অক্ষত কষ্ট নামের পাকুড়।

তুমি আমার,
একলা সুরে গলা ফাটিয়ে ভুল লিরিকের গান
শহরতলীতে ভরা জ্যোৎস্নায় চাঁদের আলোর স্নান।

তুমি আমার,
প্রিয় বিদায়ে আঁচল ভেজা বধূর নেত্র জল
কাজল কালো বিষ নয়নে বাঁকা হাসির ছল।

তুমি আমার,
হেমলক নামের সুরা
মরণ কালের শেষ তেষ্টায় যার নামটা পুরা।

তুমি আমার,
শয়নে কভু বেহেশত লাভের অনুভব
ভালোবাসা যা কিছু- তুমিই আমার সব।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

বিজন রয় বলেছেন: কবিতাটি দিয়ে একটি ভাল গান হতে পারে।
অনেক ভাল লিখেছেন।
++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

তারুবীর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা রইল আপনার জন্য

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটাও আপনার।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০০

তারুবীর বলেছেন: হা হা হা । শুভেচ্ছা রইল ভাই ।

৩| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন কোন লেখা দেন না যে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.