নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুন্যের তরে উৎসর্গীত আমি ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই ।তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই ।

তরুন তুর্কী

আমি মোঃ ইয়াসির ইরফান । সাহিত্য আমার ভাললাগা, ভালবাসা । সাহিত্য লিখতে, পড়তে ভাললাগে । তাই লিখি, পড়ি । জানি, আমার লেখার মান ভাল না । স্বীকার করতে কুন্ঠাবোধ করি না, ভাল লেখার  সে যোগ্যতাও আমার নাই । বস্তাপচা লেখায় কারো মন খারাপ করা আমার উদ্দেশ্য নয়, সাহিত্যের অপমান করতেও চায় না । আমি তো শুধু আমার ভাললাগার, ভালবাসার কাজটাই করি । আমার অপরাগতা, অক্ষমতায় প্রতিমূহুর্তে ক্ষমা চেয়ে যাই, সাহিত্য ও সাহিত্যিক সমীপে । সসংকোচে, সংশয়ের ঘেরাটোপে, নিন্দিত হওয়ার ভয়ে সাহিত্য রচনার শুরুতেই 'তরুন তুর্কী' ছদ্মনামে সাহিত্যের বিশাল ভান্ডারে পা রেখেছি । সাহিত্যের এই বিরাট-অভিজাত জায়গার অতি ক্ষুদ্র কোনে আমার জায়গা হবে কি না, তা আমার জানা নাই । জানতে চাই না । আমি শুধুমাত্র আমার ভাললাগা প্রকাশে যদি কোন স্পর্ধা, কোন ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা চাই । তারুন্য আমার অলংকার । অঙ্গে তারুন্যের উন্মাদনা বয়ে চলেছি, (জন্ম তারিখ - ০৯/০৪/৯২) সয়ে চলেছি আনন্দের সাথে । উচ্ছলতার সাথে সন্ধি করেছি তারুন্যের সূচনা লগন হতে । স্রষ্টায় ভীষন আস্থা আমার । জীবনের প্রতিটি পদক্ষেপে স্রষ্টার সাহচর্য, তার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য-সহযোগিতা কামনা করি । বিশ্বাস করি, প্রতিক্ষনে প্রতি নিঃশ্বাসে তিনি আমার সাথেই আছেন । নিজেকে আমি মূল্যায়ন করি অতি সাধারন পর্যায়ের মানুষ রুপে । নিজের সম্পর্কে আমার উক্তি, Lower Clash Ass (LCA) বা নিম্ম স্তরের গাধা । যে স্তরের মানব সন্তানেরা ধরিত্রীর মানুষ, প্রকৃতি, প্রতিটি ধূলিকণা হতে ক্রমাগত উপকার গ্রহন করে কিন্তু প্রতিদান দিতে অক্ষম থাকে । বরং যতদিন বাঁচে ততদিনই গলার কাঁটা হয়ে থাকে, পরিবারের, সমাজের, দেশের, ধরনীর ।

তরুন তুর্কী › বিস্তারিত পোস্টঃ

মা ।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

নয়নে উদাস দৃষ্টি, অবয়বে হতাশা,

ভেবে ভেবে ক্লান্ত, পায়নি তবু একটু আশা ।

আমার মায়ের ভবিষ্যত কেমন যেন কুয়াশা,

দুর্দশাগ্রস্থ মা আমার, পায় না কোন দিশা ।

মা যে আজ বড় শ্রান্ত, পথচলায় ক্লান্ত,

রুগ্ন মায়ের মনে অশান্তির নেই অন্ত ।

প্রশান্ত হত চিত্ত, যে বদনখানি একবার দর্শনে,

নয়ন জলে ভেসে যেতাম মায়ের বদন মলিনে ।

কেন এমন মলিন দেখায়, সদা হাস্যময় মাকে

এখন ভাবায় না আর, মায়ের হাহাকার -তার সন্তানকে ।

তাই তো মা আমার আজ রুপ-লাবন্যহীন

সন্তানের অবহেলায় পীড়িত মা, -আজ বৈচিত্রহীন ।

যে সন্তানদের আগলালেন সূচনালগ্ন হতে

সেই আদরের সন্তানরা মুখ ফিরিয়ে নিয়েছে মা হতে ।

সূর্যোদয়ে মা আমার সাজত এক ঢঙ্গে

সূর্যাস্তে অপরুপ হত কাঁচা সোনা রঙ্গে ।

তারা ভরা রাতে সাজত মা স্নিগ্ধতা নিয়ে,

পূর্নিমায় বরণ করত চাঁদের স্বচ্ছ আলো জমিয়ে ।

ছয় ঋতুতে মায়ের রুপ ঝরত অনর্গল ;

সারাবছর মায়ের রুপের চলত এমন বদল ।

মুক্তহস্তে সন্তানদের জন্য বিলিয়েছেন নিজেকে

সঁপেছেন তার যত রুপ-সজ্জা আপন সন্তানকে ।

তাদের সুখে খুঁজেছে মা আপন প্রশান্তি,

সন্তানদের মুখে ফোটাতে হাসি, সয়েছেন সব ভোগান্তি ।

ও মা, মাগো তুমি কেন এত স্বার্থহীন,

কেন তাদের ঠায় দাও, যারা হৃদয়হীন ?

যারা তোমার পবিত্র মাটিকে নোংরা করে

তোমার দিকে ফিরেও চায় না, থাক অনাদরে ।

তবুও তাদের প্রতি তোমার এত ভালবাসা

তোমার ভবিষ্যতের সামনে যারা এনেছে অমানিশা !

মাগো, তোমার নীরব ক্রন্দন বাতাসে ভাসে,

তোমার অব্যক্ত ব্যাথা ছড়ায় আশে-পাশে ।

তোমার নিস্কলুষ মাটিকে কলংকিত করেছে তারা,

বেদনাহত ডাক উপেক্ষা করেছে, দেয়নি সাড়া ।

আজ তোমার এই মাটি বিষাক্ততায় ভরা,

যে মাটির ঘ্রানই ছিল পাগলপারা ।

যে মাটির বুকে জন্ম নিয়েছে হাজারো রতন,

যার নীচে লুকিয়ে আছে কত না গুপ্তধন ।

সে মাটিকে অপবিত্র করেছে ঐ নরপিশাচের দল

তোমার আকাশ তোমার মাটিই তাদের সম্বল ।

কেমন করে পারে মাগো, শেষ করতে তোমায় ?

প্রয়োজনে হয়ত বেঁচে দিতে পারে তোমার জীবনটাই !

মিথ্যা বলে অহরহ, নেই কোন জড়তা

চোর-বাটপারে ভরা দেশ, নেই কারো সাধুতা ।

অনিয়ম-অনাচার দূর্নীতির বাহার, এখন এই দেশে

নিত্যাদিনই হচ্ছে মানুষ হত্যা, খুনীরা আছে আয়েশে ।

মায়ের এই অবস্থায়, মা যে বড় অসহায়

সকল অত্যাচার সইছে, হয়ে নিরুপায় ।

মাকে দেখলে মনে হয়, গোধুলী বেলায়-

অস্তমিত যাওয়া সূর্য, সমস্ত ঔজ্জল্য হারায় ।

আজ নিরাপরাধ ব্যক্তিরা শাস্তি পায়,

অপরাধীরা বুক ফুলিয়ে হেঁটে বেড়ায় ।

কি আর করবে মাগো, কুলাংগারদের জন্য

তাদের সুবিধার্থে, তোমায় বানিয়েছে তার পন্য ।

এই হায়েনার দল, অহংকারী যত লক্ষীছাড়া

কথা দিলাম তোমায়, -করব তাদের দেশছাড়া ।

এই দাম্ভিকতায় ভরা সমাজের বোঝা,

তোমার বহন করতে হবে না ; -আমাদের লজ্জা ।

মাগো, তোমার মৃত্তিকা থেকে দূর করব

পাপী-নষ্ট-অত্যাচারীদের বিপক্ষে লড়বই লড়ব ।

তুমি শুধু তোমার সেই রুপে ফিরে এসো

তোমার সেই অপরুপ সজ্জা নিয়ে বসো ।

তুমি তো জানো, তোমার বদন মলিন হলে

নয়ন জলে ভাসি মোরা, -ডুবি দুখের অতলে ।

মাগো, ফিরে আসো নিয়ে তোমার বিভিন্ন রুপরাশি

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।

বিরহ-ব্যাথা, রুগ্ন অবস্থা ভুলে যাও, -ও দেশ মা

সেই চোখধাধানো রূপে ফিরে আসো, নাই যার উপমা ।

দিন বদলের গল্প শোনায়, তোমার এই সন্তানরা ;

কুলাংগাররা নয়, -আমরা বলছি, দেবে না তবু ধরা !

মা, মাগো ! আর যে সহ্য হয় না,

কিভাবে এই দূরাবস্থা যাবে বল না !

সেভাবেই তোমায় গড়বো মোরা, -দিলাম কথা শেষ

চোখের জলে ভাসিয়ে দেব, যত দুঃখ-কষ্ট ক্লেশ ;

জীবন দিয়ে গড়ে দিব নতুন, -সোনার বাংলাদেশ ।।





__________________#########__________________

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.