নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুন্যের তরে উৎসর্গীত আমি ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই ।তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই ।

তরুন তুর্কী

আমি মোঃ ইয়াসির ইরফান । সাহিত্য আমার ভাললাগা, ভালবাসা । সাহিত্য লিখতে, পড়তে ভাললাগে । তাই লিখি, পড়ি । জানি, আমার লেখার মান ভাল না । স্বীকার করতে কুন্ঠাবোধ করি না, ভাল লেখার  সে যোগ্যতাও আমার নাই । বস্তাপচা লেখায় কারো মন খারাপ করা আমার উদ্দেশ্য নয়, সাহিত্যের অপমান করতেও চায় না । আমি তো শুধু আমার ভাললাগার, ভালবাসার কাজটাই করি । আমার অপরাগতা, অক্ষমতায় প্রতিমূহুর্তে ক্ষমা চেয়ে যাই, সাহিত্য ও সাহিত্যিক সমীপে । সসংকোচে, সংশয়ের ঘেরাটোপে, নিন্দিত হওয়ার ভয়ে সাহিত্য রচনার শুরুতেই 'তরুন তুর্কী' ছদ্মনামে সাহিত্যের বিশাল ভান্ডারে পা রেখেছি । সাহিত্যের এই বিরাট-অভিজাত জায়গার অতি ক্ষুদ্র কোনে আমার জায়গা হবে কি না, তা আমার জানা নাই । জানতে চাই না । আমি শুধুমাত্র আমার ভাললাগা প্রকাশে যদি কোন স্পর্ধা, কোন ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা চাই । তারুন্য আমার অলংকার । অঙ্গে তারুন্যের উন্মাদনা বয়ে চলেছি, (জন্ম তারিখ - ০৯/০৪/৯২) সয়ে চলেছি আনন্দের সাথে । উচ্ছলতার সাথে সন্ধি করেছি তারুন্যের সূচনা লগন হতে । স্রষ্টায় ভীষন আস্থা আমার । জীবনের প্রতিটি পদক্ষেপে স্রষ্টার সাহচর্য, তার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য-সহযোগিতা কামনা করি । বিশ্বাস করি, প্রতিক্ষনে প্রতি নিঃশ্বাসে তিনি আমার সাথেই আছেন । নিজেকে আমি মূল্যায়ন করি অতি সাধারন পর্যায়ের মানুষ রুপে । নিজের সম্পর্কে আমার উক্তি, Lower Clash Ass (LCA) বা নিম্ম স্তরের গাধা । যে স্তরের মানব সন্তানেরা ধরিত্রীর মানুষ, প্রকৃতি, প্রতিটি ধূলিকণা হতে ক্রমাগত উপকার গ্রহন করে কিন্তু প্রতিদান দিতে অক্ষম থাকে । বরং যতদিন বাঁচে ততদিনই গলার কাঁটা হয়ে থাকে, পরিবারের, সমাজের, দেশের, ধরনীর ।

তরুন তুর্কী › বিস্তারিত পোস্টঃ

'দৌড়' (এই প্রথম গল্প প্রকাশ করছি, ভুল হলে শুধরে দেয়ার আবেদন রইল)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

শফিক সাহেবের স্ত্রী আজ চার বছর যাবৎ প্যারালাইজড । হুইলচেয়ার ব্যবহার করতে হয় । কথা বলতে পারেন না, তবে তার চোখের ভাষা পড়তে পারেন শফিক সাহেব । কখন কি প্রয়োজন সবকিছু এমন কি প্রাকৃতিক ক্রিয়ার ব্যাপারও শফিক সাহেবের চোখ এড়ায় না ।



প্রতিদিন ভোরে উঠে নামাযের পর থেকে শফিক সাহেবের নিত্যকর্ম শুরু হয় । রাতের এটো বাসন-বাটি ধুয়ে সেই যে শুরু তারপর বাচ্চাদের ডেকে তোলা, নাস্তা তৈরী করা, দুপুরের খাবার তৈরী করে বাচ্চাদের স্কুলটিফিন দেয়া, নিজের জন্য নেয়া সবশেষে স্ত্রীর জন্য হটপটে খাবার রেখে বাচ্চাদের দিকনির্দেশনা দিয়ে গোসল করা পর্যন্ত সব যেন এক নিঃশ্বাসে করে যান ।



অফিস সাড়ে নয়টা থেকে কিন্তু প্রতিদিন উনার ২০-৩০ মিনিট দেরী হয়ে যায় । বস অবশ্য সবকিছু জানেন, তবু ভাবগম্ভীর স্বরে বলেন- কি শফিক সাহেব আজো লেট ! আচ্ছা, যান কাজ করুন ।



এবার অফিসের কাজে এ ক্লায়েন্ট থেকে সে ক্লায়েন্ট । দম ফেলার ফুসরত নাই । সারাক্ষন ছোটাছুটির মাঝে তবু কোনরকমে দুপুরের খাবারটা খেয়ে নেন । আবার ঠিক তিনটায় বাসায় ফোন করে বাচ্চাদের জিজ্ঞাসা করেন নিজেরা খেয়েছে কি না এবং মাকে ঠিকমত খাইয়েছে কি না !

ব্যাপারটা নিয়ে তিনি খুব চিন্তায় থাকেন, নিশ্চিত হওয়ার পর যা একটু স্বস্তি !



সাড়ে পাঁচটা পর্যন্ত অফিস হলেও চেষ্টা করেন তার আগেই কাজ শেষ করে চলে আসতে । কখনো পারেন, কখনো পারেন না । কিন্তু আজ পর্যন্ত কোনদিন দেরীতে আসেননি । প্রয়োজনে অর্ধেক কাজ অসমাপ্ত রেখে চলে আসেন তবু দেরী করেন না । তিনি তো জানেন, তার স্ত্রী এক মিনিট দেরী হলে কেমন উদ্বিগ্ন বোধ করেন ।



সন্ধ্যার নাস্তার পর ছেলে-মেয়েদের পড়া দেখিয়ে দিয়ে রাতের খাবার তৈরী পর্যন্ত এতটুকু বিশ্রাম নেই । খাবার খেয়ে যখন শুতে আসেন তখন দেখেন তার স্ত্রীর নয়ন গড়িয়ে জল নামছে । তিনি বোঝেন সবকিছু দেখে সবকিছু সয়ে নিজ অক্ষমতায় দগ্ধ হয়ে প্রতিক্ষন তার স্ত্রী কুঁকড়ে মরেন । যন্ত্রনার নীলে তিলতিল করে নিঃশেষ হন । কাঁদতে কাঁদতে দু'চোখের নীচে সরু দাগ স্পষ্ট ।



শফিক সাহেব কি করতে পারেন ! তিনি তো কতবার চোখের জল মুছে দেন । অকৃত্রিম আশ্বাস বানীতে ভরিয়ে দেন । ভুলিয়ে দিতে চেষ্টা করেন স্ত্রীর সব আক্ষেপ । সহস্রবার বলেছেন এসব করতে তার কোন কষ্ট হয় না । বরং তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন এসব করতে পেরে । আজ তো তিনিও তার স্ত্রীর জায়গায় হতে পারতেন !



গাড়ী একসিডেন্টের সেই ক্ষনে তিনি ঠান্ডা বাতাস লাগায় জোর করে স্ত্রীকে সরিয়ে দিয়ে জানালার পাশে গিয়ে বসেছিলেন । তার কিছু মুহুর্ত পরেই ভয়ংকর সেই ঘটনা । শফিক সাহেব জানালার পাশে থাকায় ছিটকে বাইরে চলে আসেন, হালকা চোটের চেয়ে বেশী আর কিছু হয়নি । অথচ গাড়ীর ভেতরে থাকা তার স্ত্রী প্যারালাইজড হয়ে গেলেন !



অবশ্য এখানেও ভাগ্য ভাল । গাড়ীর ভেতর থাকা মাত্র তিনজন যাত্রী বেঁচেছিলেন । তার মধ্য শফিক সাহেবের স্ত্রী একজন ।

চিকিৎসা চলছে । এখনো ডাক্তাররা বলতে পারছেন না, কবে নাগাদ সুস্থ হয়ে উঠতে পারবে বা আদৌ সুস্থ হবে কি না ! তবে স্রষ্টায় ভীষন আস্থাশীল শফিক সাহেব প্রতিরাতে সকলের অগোচরে স্রষ্টাকে ধন্যবাদ দেন তার স্ত্রীকে বাঁচিয়ে রাখার জন্য । এবং নিজেকে সুস্থ রাখার জন্য ।

আর অঝোর নয়নে কেঁদে কেঁদে কামনা করেন তার স্ত্রীর সুস্থতা ।



সমস্ত কিছু নীরবে পর্যবেক্ষন করেন শফিক সাহেবের স্ত্রী । মানুষটা দিন দিন কেমন কংকাল হয়ে যাচ্ছে । রাতদিন খাটাখাটনিতে কেমন যেন মিইয়ে যাচ্ছে তার সমস্ত রসবোধ । আগে কত কিছু বলে চোখে হাসি দেখতে চাইত, আর আজকাল কান্না দেখলে নিস্পলক চেয়ে থাকে । যেন ও জড়পদার্থ । ওর কোন প্রান নেই, নিথর ।



আর সহ্য করতে পারেন না শফিক সাহেবের স্ত্রী । আবারো কেঁদে উঠেন তিনি । মনে মনে বিধাতার কছে মৃত্যু কামনা করেন । নিস্কৃতি দিতে চান, অর্ধাঙ্গকে ।



শফিক সাহেব তবু নিজেকে সুখী মনে করেন । সব ব্যবস্থা হয়ে গেছে । চাকরিটা আর বেশীদিন করবেন না । আর এই দৌড়াদৌড়ি অবিরাম ছোটাছুটি ভাল লাগে না । স্ত্রীর পাশে পাশে থাকবেন বাকীটা সময় ।

নিকট ভবিষ্যত ছবি এঁকে তিনি কিছুটা হাঁফ ছেড়ে বাঁচেন । অন্যরকম ভাললাগায় স্বর্গীয় প্রশান্তিতে ছেঁয়ে যায় মন ।



বিছানার দিকে এগিয়ে যান তিনি ধীর পায়ে, নিঃশব্দে ।



__________#####__________

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

কালীদাস বলেছেন: প্রথম হিসেবে খারাপ না। চালিয়ে যান :)
+++++++

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

তরুন তুর্কী বলেছেন: অনেক ধন্যবাদ ।
চেষ্টা করবো চালিয়ে যেতে, যদি স্রষ্টা সহায় হোন ।

২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

বোকামন বলেছেন:





এমনই কত দুর্ঘটনা গঠছে রোজ ... আমরা নিঃশব্দে ...
ভালো লিখেছেন ...

আরো লিখুন ..
আপনার জন্য শুভকামনা থাকলো

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

তরুন তুর্কী বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.